দেশের বাজারে OnePlus নিয়ে আসতে চলেছে তাদের পেমেন্ট সার্ভিস- OnePlus Pay

oneplus pay

এতদিন পর্যন্ত চীনের বাজারে রমরমিয়ে চলছিল OnePlus Pay অর্থাৎ OnePlus-এর পেমেন্ট সার্ভিস। এবার মনে করা হচ্ছে ভারতের বাজারেও খুব শীঘ্রই আসতে চলেছে OnePlus Pay।

ভারতে OnePlus নিয়ে আসছে OnePlus Pay

এতদিন পর্যন্ত দেশের বাজার সরগরম কর ছিল Google Pay, PhonePe, Amazon Pay, PayTM এর মতো ইউপিআই বেসড পেমেন্ট সার্ভিসগুলি। এবার এই দলে নতুন এক সংযোজন হতে চলেছে। এবার যে কোম্পানি এই দলে নাম লেখাতে চলেছে সেটা একদমই অপ্রত্যাশিত- ওয়ানপ্লাস। এবার তারা পেমেন্ট সার্ভিস শুরু করতে চলেছে ভারতে। 

OnePlus ইতিমধ্যে ভারতের বাজারে একের পর এক প্রডাক্ট লঞ্চ করে চলেছে। স্মার্টফোনের বাজার তো রমরমিয়ে চলছেই। তারপরে তারা নিয়ে এসেছে তাদের স্মার্টব্যান্ড, স্মার্টওয়াচ, এমনকি স্মার্টটিভির মার্কেটেও তারা পদার্পণ করেছে।

এবার পেমেন্টের ক্ষেত্রেও তারা নিয়ে আসতে চলেছে তাদের সার্ভিস। এই বিষয়ে সমস্ত কিছু জানিয়ে মুকুল শর্মা একটি টুইট করেন। তার টুইট থেকে আমরা ভালোভাবেই বুঝতে পারি যে ভারতে ওয়ানপ্লাস পেমেন্ট ইতিমধ্যে তাদের ট্রেডমার্ক তৈরির ব্যাপারে অগ্রসর হয়ে গেছে অনেক দূরে। 

মুকুল শর্মার করে Tweet টি দেখে নিতে পারবেন এখানে- 

বর্তমানে ওয়ানপ্লাস পেমেন্ট এভেলেবেল রয়েছে শুধুমাত্র চাইনাতেই। তারপরই স্লিপিং জায়ান্ট ভারতে পদার্পণ করাটা ওয়ানপ্লাস এর তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। তবে এই OnePlus Pay কে দেশের মানুষ কিভাবে গ্রহণ করেন সেটাই দেখার। দেশে উপস্থিত অন্যান্য পেমেন্ট সার্ভিস গুলির সাথে টক্করে OnePlus টিকে থাকতে পারে কিনা সেটাও লক্ষণীয়। সময়ই দেবে তার উত্তর। 

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।