ভালো ইয়ারবাডস খুঁজছেন? আজ থেকেই শুরু হচ্ছে OnePlus Buds Z2 এর ওপেন সেল, এখুনি জেনেনিন স্পেসিফিকেশন্স, দাম সম্পর্কে বিস্তারিত ভাবে

অতিসম্প্রতি OnePlus লঞ্চ করে দিয়েছে OnePlus Buds Z2। যার মধ্যে আকর্ষণীয় স্পেসিফিকেশন্স রয়েছে। আর আজ থেকেই শুরু হচ্ছে এর প্রথম সেল। এখুনি জেনেনিন এর সেল টাইম, দাম, স্পেসিফিকেশন্স ও অফার সম্পর্কে বিস্তারিত। 

OnePlus Buds Z2 স্পেসিফিকেশন্স কেমন?

OnePlus Buds Z2-এর প্রত্যেকটি Earbuds এর মধ্যেই রয়েছে IP55 Sweat আর Water-Resistant এর সুবিধা। তারই সাথে চার্জিং কেসে থাকছে অতিরিক্ত IPX4 Water প্রটেকশন। থাকছে 11mm Dynamic Driver। পাওয়া যাবে Active Noise Cancellation এর সুবিধাও। যা 40db পর্যন্ত বাইরের উৎপন্ন শব্দ কমাতে সাহায্য করে। এটি Android এবং iOS দুটি প্লাটফর্মেই ব্যবহার করা যাবে। 

চমকের এখানেই শেষ নেই। পাওয়া যাবে Bluetooth 5.2 কানেক্টিভিটির সুবিধা। থাকছে 3-Mic DNN Noise Reduction Algorithm & Physical Anti-Wind Noise সিস্টেম। এটি AAC Codec, Dolby Atmos এবং OnePlus Fast Pair সমর্থন যোগ্য। সাথে রয়েছে ট্যাচ কন্ট্রোল থেকে শুরু করে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সহ সাউন্ড ট্র্যাক এবং Play/Pause করার সুবিধাও। 

জেনেনিন : লঞ্চ হয়ে গেল Ptron FORCE X11 Smartwatch, দেখেনিন স্পেসিফিকেশন্স এবং দাম সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে

উভয় Earbuds-এই পাবেন 40mAh ব্যাটারি। চার্জিং কেসের মধ্যে উপস্থিত থাকছে 520mAh ব্যাটারি। OnePlus-এর তরফ থেকে দাবি করা হয়েছে 10 মিনিট চার্জ দিয়ে এটি 5 ঘন্টা পর্যন্ত চলতে সক্ষম। যা ব্যবহারকারীদের বেশ মন জয় করবে। এছাড়াও পাওয়া যাবে Google Fast Pair ও Find My Buds-এর সুবিধাও। 

দাম কত রাখা হয়েছে?

এটি Black এবং White এই দুটি কালার অপশনে পাওয়া যাবে। ভারতের বাজারে ডিভাইসটির দাম রাখা হয়েছে 4,999 টাকা।

সেল টাইম কখন? 

এই Earbus টি গতকাল অর্থাৎ 17ই জানুয়ারি Red Cable First Sale-এ পাওয়া যাচ্ছিল। আজ থেকেই অর্থাৎ 18ই জানুয়ারি থেকে এটি Flipkart, Amazon.in এবং বিভিন্ন অফলাইন স্টোর থেকে কেনার জন্য উপলব্ধ হবে। 

এইরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!