দাউদাউ করে জ্বলছে Ola S1 ইলেকট্রিক স্কুটার, সদ্য ভাইরাল হওয়া ভিডিও শিহরণ জাগাচ্ছে সকলের মধ্যেই! কারণটি কি?

মাত্র কয়েক মাস আগের ব্যাপার। Ola-র পক্ষ থেকে লঞ্চ করে দেওয়া হয়েছিল তাদের দুটি ইলেকট্রিক স্কুটার। একটা Ola S1 এবং অপরটি Ola S1 Pro। ওলার এই ইলেকট্রিক স্কুটার প্রাথমিকভাবে সাদরে অভ্যর্থনা জানানো হয়েছিল ভারতের মার্কেটে। তবে অতি সম্প্রতি এমন একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে Ola S1 ইলেকট্রিক স্কুটার রাস্তার ধারে দাঁড় করিয়ে রাখা রয়েছে এবং সেটিতে দাউদাউ করে আগুন জ্বলছে। আর এই ভিডিওটাই শিহরণ জাগাচ্ছে সকলের মধ্যেই। 

ঘটনাটা ঠিক কি ঘটেছে?

জানা যাচ্ছে ঘটনাটি ঘটেছে পুনেতে। ভিডিওটি দেখলে আপনি দেখতে পাবেন রাস্তার পাশে দাঁড় করানো হয়েছে ওলার এস ওয়ান ইলেকট্রিক স্কুটার। এই অবস্থায় হঠাৎ করেই ইলেকট্রিক স্কুটার এর মধ্য থেকে ধোঁয়া বের হতে শুরু করে। আসতে আসতে সেই ধোঁয়ার পরিমাণ বাড়তে থাকে। এবং হঠাৎ করেই সেই ধোঁয়ার মধ্যে আগুনের শিখা দেখা যায়। আর এর পরেই দাউদাউ করে জ্বলে উঠতে থাকে আগুন। 

ভিডিওটি দেখেনিন এখানে-

আনন্দের বিষয় এটাই, যে এই পরিস্থিতিতে কারোর ক্ষতি হয়নি। গাড়ির মালিকের কোনরকম ক্ষতির সম্ভাবনা নেই। যেহেতু তিনি গাড়িটিকে রাস্তার ধারে পার্ক করে রেখেছিলেন। 

সমস্ত দিক দেখে মনে করা হচ্ছে সম্ভবত ব্যাটারি সংক্রান্ত কোন সমস্যা ছিল এই ইলেকট্রিক স্কুটার এর মধ্যে। আর এই ভিডিও ভাইরাল হতেই তড়িঘড়ি মাঠে নেমে পড়েছে ওলা ইলেকট্রিক। তারা এক তাদের অফিশিয়াল স্টেটমেন্টে জানিয়েছেন পুনেতে যে ঘটনাটা ঘটেছে সেই সম্পর্কে তারা অবগত। এবং এই বিষয়ে যাবতীয় ইনভেস্টিগেশনের কাজ তারা চালিয়ে যাচ্ছেন।

জেনেনিন : Reliance Jio নিয়ে এলো নতুন ক্রিকেট প্ল্যানস, সাথে রয়েছে Disney+ Hotstar সাবস্ক্রিপশন, রয়েছে দারুন বেনিফিট

উদ্দেশ্য একটাই, এর আসল কারণ খুঁজে বার করা। এবং এই বিষয়ে যাবতীয় আপডেট খুব শীঘ্রই তারা দেবেন এমনটাও জানানো হয়েছে তাদের পক্ষ থেকে। শুধু মাত্র এখানেই থেমে থাকেনি ওলা ইলেকট্রিক। যথাযথ ভাবেই এক প্রতিষ্ঠিত ব্যান্ডের মতোই তারা সেই কাস্টমারের সাথে যোগাযোগ করেছেন। ওলার পক্ষ থেকে জানানো হয়েছে যে সেই গাড়ির কাস্টমার সম্পূর্ণভাবেই নিরাপদ রয়েছেন। সবশেষে তারে এটাও হাইলাইট করেছেন যে কাস্টমারের সেফটি তাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। আর সেই সেফটির জন্যই তারা তাদের প্রোডাক্টের মধ্যে হাই কোয়ালিটির স্ট্যান্ডার্ড মেইনটেইন করে চলেন। 

এই ঘটনার বিস্তারিত কারন আমরা জানতে পারব এই সম্পর্কে ইনভেস্টিগেশনের সমস্ত তথ্য আসার পরেই। কিন্তু ওলার পক্ষ থেকে এটাও জানানো হয়েছে এই বিষয়ে যাবতীয় একশন তারা নেবেন। এমনকি ওলার সিইও ভাবেশ আগারওয়াল এই ঘটনা সম্পর্কে নিজের মতামত জানিয়েছেন। তিনিও জানিয়েছেন সেফটিই তাদের কাছে প্রধান প্রায়োরিটি এবং তারা এই বিষয়ে যাবতীয় ইনভেস্টিগেশন এর কাজ চালিয়ে যাচ্ছেন। খুব শীঘ্রই ইলেক্ট্রিক স্কুটারের মধ্যে কোন সমস্যা থাকলে তারা ফিক্স করে নেবেন এমনটাও জানাতে ভোলেননি তিনি।  

এই বিষয়ে আপনার কি মতামত? ভবিষ্যতে আপনি ওলার ইলেক্ট্রিক স্কুটার কিনতে চান? অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!