শুধু CoWin Portal-ই নয়, ভ্যাকসিন বুক করা যাবে PayTM ও Eka Care App এর মাধ্যমেও, জেনেনিন কিভাবে

Covid 19 Vaccine ShresthoTech

ভারত সরকার নিয়ে এলো এক অভিনব উদ্যোগ। বর্তমানে এই মহামারীর সময় ভারত সরকার চালু করেছে Paytm এবং Eka Care App এর মাধ্যমে কোভিড ভ্যাকসিন বুকিং এর সুবিধা। এর আগে কোনভাবেই third-party অ্যাপ এর মাধ্যমে ভ্যাকসিন বুকিং প্রক্রিয়া সম্ভব হতো না, কিন্তু এখন থেকে আপনি নির্ভাবনায় Paytm এবং Eka Care App এর মাধ্যমে ভ্যাকসিন বুক করার সুবিধা পেয়ে যাবেন। তবে সে ক্ষেত্রে বেশকিছু নিয়ম চালু করা হয়েছে। সেই নিয়মগুলি আপনি ফলো করলে আপনিও ভ্যাকসিন বুক করার সুবিধা পেয়ে যাবেন।

কিভাবে ভ্যাকসিনের এপয়েন্টমেন্ট Paytm App এর মাধ্যমে বুক করবেন?

সর্বপ্রথম আপনি আপনার স্মার্টফোনটিতে Paytm App টি ইন্সটল করে নিন। এরপর অ্যাপটি Open করে নিন। App টি Open করা মাত্রই আপনি Vaccine Finder option দেখতে পাবেন। এবার আপনি সেখানে ট্যাপ করুন। এবার আপনি আপনার এলাকার PIN এবং আপনার Age Group পুট করে দিন। 

তারপর আপনি দেখতে পাবেন আপনার সামনে Slot Booking এর অপশন আসবে। এবার আপনি আপনার প্রয়োজন মত First বা Second Dose যেটি নিতে চান সেটি সিলেক্ট করুন। তারপর Book Now Button টিতে টাচ করুন। 

এবার আপনার পছন্দের Vaccine Dose Centre সিলেক্ট করে নিন। সব শেষে নির্দিষ্ট স্থানে আপনার মোবাইল নম্বরটি পুট করে দিন। OTP যথাযথ স্থানে পুট করুন। এইটুকু পদ্ধতি অবলম্বন করলেই আপনার Vaccine বুক হয়ে যাবে।

জেনেনিন : লঞ্চ হয়ে গেল Samsung Galaxy S7 FE এবং Samsung Galaxy Tab A7 Lite, দেখেনেওয়া যাক এদের স্পেসিফিকেশন্স, দাম ও সেল ডেট

এছাড়াও Paytm App এর মাধ্যমে আপনি প্রয়োজনে ভারত সরকার দ্বারা নির্ধারিত অর্থ খরচ করে ভ্যাকসিন কিনে নেওয়ার সুবিধা পেয়ে যাবেন।

কিভাবে Eka Care App এর মাধ্যমে ভ্যাকসিনের এপয়েন্টমেন্ট বুক করবেন?

সর্বপ্রথম আপনি আপনার Android বা iOS Device টিতে Eka Care App Download করে নিন। App টি Open করা মাত্রই আপনি Vaccine Availability Card অপশন দেখতে পাবেন। এরপর আপনি আপনার মোবাইল নম্বর রেজিস্টার করে Paytm App এর মতই নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে ভ্যাকসিন বুক করতে পারবেন।

জেনেনিন : এখন Battlegrounds Mobile India-র Early Access সকলেই Download করতে পারবেন, হল অপেক্ষার অবসান

এমন সিস্টেম থেকে ভ্যাকসিন বুক করার ক্ষেত্রে নিজে বঞ্চিত হবেন না। যদি আপনি এখনও ভ্যাকসিন না পেয়ে থাকেন তবে এখনই এই পদ্ধতি অনুযায়ী আপনার ভ্যাকসিন বুক করে নিন। এই পরিস্থিতিতে সাবধান থাকুন, মাস্ক ব্যবহার করুন।