ভারত সরকারের ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পে অন্তর্ভুক্ত DigiLocker হল একটি অনলাইন সার্ভিস। ভারত সরকারের বিদেশ মন্ত্রণালয় এটি শুরু করে। বেসিক্যালি ডিজি লকার হল একটি Cloud বেসড App। যেখানে আপনি আপনার নানান গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলো ডিজিটালী স্টোর করতে পারবেন। যেমন- আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড ও সমস্ত কিছুই।
এবার পাসপোর্ট তৈরিতেও কাজে লাগবে এই DigiLocker App। যার ফলে পাসপোর্ট তৈরি আরো সহজ ও সুবিধাজনক হয়ে যাবে।
কিভাবে কাজে লাগনো যাবে DigiLocker App ?
কিছুদিন আগেই ভারত সরকারের বিদেশ মন্ত্রণালয়ের একটি নতুন প্রকল্প চালু করলেন যেটির নাম হলো পাসপোর্ট সেবা প্রকল্প। এতদিন পর্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এর ফিজিক্যাল কপি নিয়ে গিয়ে পাসপোর্ট তৈরির কাজ সম্পূর্ণ করতে হত।
বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে এই ব্যাপারটা এবার পরিবর্তন আনা হচ্ছে। বিদেশ মন্ত্রণালয় এর তরফ থেকে বলা হয় ভারতীয় নাগরিক যিনি আবেদন করেছেন পাসপোর্ট এর জন্য, তার পাসপোর্ট এর ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় DigiLocker অ্যাপস এ থাকা ইলেকট্রনিক্স ডকুমেন্টস এবার থেকে পাসপোর্ট তৈরির কাজে গ্রহণ করা হবে। আপনাকে আপনার অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে না আর।
জেনে নিন : সরকারি কাজ ঘরে বসেই করে নিন, দেখেনিন ভারত সরকারের নিজস্ব Mobile App গুলি
ইউনিয়ন মিনিস্টার আরও জানান পাসপোর্ট তৈরি পদ্ধতি এর ফলে আরও দ্রুত মিটিয়ে নেওয়া সম্ভব হবে। যাতে ভারতীয়রা খুব তাড়াতাড়ি নিজেদের হাতে পাসপোর্ট পেতে পারেন সেই দিকে গুরুত্ব দেবে ভারত সরকার। ভারত সরকারের তরফ থেকে এও জানানো হয় যে পাসপোর্ট এমন একটি ডকুমেন্ট যেটি DigiLocker অ্যাপে রাখা যাবে। যেটা সাহায্য করবে ভারতীয় নাগরিকদের যখন খুশি যেখানে খুশি এই পাসপোট ইনফর্মেশন পেতে ও প্রয়োজনে কাজে লাগাতে।
বিশেষজ্ঞরা এটিকে গত ছয় বছরে এক বিরাট পরিবর্তন বলে মনে করছেন। ভারত সরকার ভবিষ্যতে e-পাসপোর্ট নিয়ে কাজ করবে। যেখানে বায়োমেট্রিক প্রসেসে তৈরি করা হবে ই-পাসপোর্ট ও প্রক্রিয়া আরও দ্রুত, সহজ-সরল হবে।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের WhatsApp ও Telegram গ্রুপ। আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।