রিলায়েন্স জিওর সাথে হোয়াটসঅ্যাপের কোলাবোরেশন এর পর একের পর এক নতুন সুবিধা নিয়ে এসেই চলেছে এই দুই সংস্থা তাদের গ্রাহকদের জন্য। আমরা গতকালই জানিয়েছিলাম কিভাবে আপনি এবার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেও আপনার রিলায়েন্স জিও মোবাইল নাম্বারকে রিচার্জ করতে পারবেন। আজ একটা নতুন সুবিধা উপলব্ধ করে দিল রিলায়েন্স জিও। এর সাহায্যে এবার আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেও আপনার এলাকায় ভ্যাকসিন এভেলেবেল (Vaccine Availability) কিনা দেখতে পারবেন।
কিভাবে ভ্যাকসিন অ্যাভেলেবেলিটি চেক করতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে?
কিভাবে ভ্যাকসিন অ্যাভেলেবললিটি চেক করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে? আপনি যদি রিলায়েন্স জিও কাস্টমার হন তাহলে এবার থেকে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার এলাকায় ভ্যাকসিন এভেলেবেল রয়েছে কিনা তা চেক করতে পারবেন। খুব সহজেই এই কাজটি করা যাবে।
এই কাজটি করার জন্য আগের দিনের মতোই 7000770007 এই মোবাইল নাম্বারটি আপনার স্মার্টফোনের সেভ করে নিন। তারপর হোয়াটসঅ্যাপে গিয়ে দেখুন জিও কেয়ার (Jio Care) নামে এই নাম্বারটির WhatsApp একাউন্ট রয়েছে।
সেইখানে গিয়ে Hi লিখে পাঠান হাই লিখে পাঠানোর পর আপনাকে Main Menu পাঠিয়ে দেওয়া হবে। সেখানে প্রথমেই আপনি পেয়ে যাবেন Covid Vaccine and Info এই অপশনটি। এই অপশনটি সিলেক্ট করে সেন্ড করে দিন। তারপর আপনাকে দুটো অপশন দেওয়া হবে Find Vaccination Centre ও Vaccination Information।
জেনেনিন : Realme Laptop এর সাথে নিয়ে আসছে Tab-ও, ফাঁস হয়ে গেল Realme Book ও Realme Pad এর ছবি
আপনার প্রয়োজন মতো অপশন বেছে নিন। Vaccination Availability জানতে চাইলে আপনার এলাকার পিন (PIN) চাওয়া হবে। সেটা পাঠালে আপনাকে দেখিয়ে দেওয়া হবে আপনার এলাকায় স্লট এভেলেবেল আছে কিনা।
এই পরিস্থিতিতে যখন সকলের ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক। তখন রিলায়েন্স জিও এবং হোয়াটসঅ্যাপের এই উদ্যোগ নিঃসন্দেহে অনেক ইউজারদের সাহায্য করবে। আপনি যদি আপনার এলাকায় ভ্যাক্সিনেশন স্লট আছে কিনা জানতে চান। এই পদ্ধতি ব্যবহার করুন এবং জেনে নিন সহজেই।