WhatsApp নিয়ে আসছে নতুন আপডেট, এবার মনের মত Stickerতৈরি করা হবে খুবই সহজ

now easily caeate whatsapp stickers with this new update

এর আগেই আমরা জানিয়েছিলাম হোয়াটসঅ্যাপ Mute Video ফিচার নিয়ে চলে এসেছে। যার সাহায্যে ভিডিওর অডিও আপনি খুব সহজে মিউট করে তারপর পাঠাতে পারবেন বা স্ট্যাটাস দিতে পারবেন।

আবার একটা খবর আসছে যেখানে আমরা বুঝতে পারছি হোয়াটসঅ্যাপ আরও একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছে। এর সাহায্যে খুব সহজেই আপনি স্টিকার তৈরি করতে পারবেন বা থার্ড পার্টি স্টিকার নিয়ে আসতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপে। এইসুবিধাটা অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটো প্ল্যাটফর্মের জন্যই সমানভাবে প্রযোজ্য। 

জেনে নিন : PUBG কি ফিরে আসবে? গুরুত্বপূর্ণ কথা বললেন ইউনিয়ন মিনিস্টার

আমরা আগেই দেখেছিলাম হোয়াটসঅ্যাপ থার্ড পার্টি স্টিকার্স সাপোর্ট করতো। এবার এই নতুন আপডেটে ইউজাররা আগের তুলনায় আরও সহজে নিজেদের পছন্দমতো স্টিকার তৈরি করতে পারবেন। তেমনই সহজে হোয়াটসঅ্যাপে সে স্টিকার গুলোকে ইমপোর্ট করে নিতে পারবেন। 

iOS 2.21.40 এবং তার সাথে অ্যান্ড্রয়েড বিটা টেস্টার যারা 2.21.5.6 রয়েছেন তারা এই ফিচারটি ইতিমধ্যে ব্যবহার করতে পারবেন। ব্রাজিল, ভারত এবং ইন্দোনেশিয়াতে এই ফিচার roll-out করে দেওয়া হয়ে গেছে। 

কিভাবে স্টিকার তৈরি করবেন? 

প্লে স্টোরে অনেক অ্যাপ্লিকেশন রয়েছে বর্তমানে স্টিকার তৈরি করার জন্য। তবে WABetaInfo এর মতে স্টিকার মেকার অ্যাপ্লিকেশনটাই সব থেকে বেশি সুবিধাজনকভাবে আপনি ব্যবহার করতে পারবেন। অবশ্যই এই অ্যাপ্লিকেশন থেকে ইন্সটল করে নিন এবং খুব সহজেই আপনি আপনার প্রয়োজন মত ও আপনার পছন্দমত স্টিকার তৈরি করে নিন এই অ্যাপ্লিকেশনের সাহায্যে। 

আপনার তৈরি স্টিকার শেয়ার করতে ভুলবেন না আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায়। সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।