কেমন হবে Nothing Phone (1)? জানা গেল অনেক তথ্যই

Nothing Ear 1 জগৎজুড়ে সাড়া ফেলেছিল অনেক আগেই। আর তারপর থেকেই বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল নাথিং লঞ্চ করতে চলেছে তাদের প্রথম স্মার্টফোন। এবার এই বিষয়ে বিস্তারিত জানা গেল নাথিং এরই ভার্চুয়াল ইভেন্ট থেকে। যেখানে পরিষ্কার ভাবে কার্ল পেই (Carl Pei) জানিয়ে দিয়েছেন খুব শীঘ্রই নাথিং নিয়ে আসতে চলেছে তাদের এই স্মার্টফোন। যেটা চলবে কোম্পানি নিজস্ব নাথিং ওএস (Nothing OS) এর সাহায্যেই!

Nothing Phone 1-এর সম্ভাব্য স্পেসিফিকেশন্স  

এখনো পর্যন্ত এর সমস্ত স্পেসিফিকেশনস না জানা গেলেও বেশ কিছু তথ্য আমাদের সামনে আসছে এই স্মার্টফোন সম্পর্কে। চলুন জেনে নেওয়া যাক সমস্ত কিছু।জানা যাচ্ছে এই নাথিং স্মার্টফোনের মধ্যে ব্যবহার করা হবে কোয়ালকম স্নাপড্রাগণ (Qualcomm Snapdragon) চিপসেট। নাথিং এর অপারেটিং সিস্টেমও তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। খুব সহজেই কোন রকম সমস্যা ছাড়াই নাথিং এর অন্যান্য প্রোডাক্টের সাথে এই স্মার্টফোনের ইকোসিস্টেম তৈরি করতে সাহায্য করবে নাথিং এর এই অপারেটিং সিস্টেম। 

এই অপারেটিং সিস্টেম খুব দ্রুত এবং নির্ঝঞ্ঝাট ভাবে ব্যবহারের এক্সপিরিয়েন্স প্রদান করবে সমস্ত নাথিং ইউজারদের মধ্যেই। কাস্টম ফন্ট থেকে শুরু করে কাস্টম গ্রাফিক্যাল এলিমেন্ট, সাউন্ড এবং কালার থাকবে এর মধ্যে। অর্থাৎ পুরোপুরি ইউনিক ধরনের এক্সপীড়িয়েন্স পাওয়া যাবে।

জেনেনিন : লঞ্চ হয়ে গেল iVOOMi Energy S1, Jeet, Jeet Pro Electric Scooters, এখনই জেনেনিন স্পেসিফিকেশন্স, দাম এবং কালার ভেরিয়েন্ট বিস্তারিত ভাবে

কবে লঞ্চ করা হবে Nothing Phone 1?

Nothing-এর পক্ষ থেকে জানানো হয়েছে এই স্মার্টফোন লঞ্চ করা হবে সামারে। তবে জানিয়ে রাখা ভালো এখানে আমাদের দেশের সমার অর্থাৎ গরম কালের কথা বলা হয়নি। বলে হয়েছে ব্রিটিশ সমারের কথা। যা শুরু হয় জুলাই অথবা আগস্ট থেকে। অর্থাৎ এই স্মার্টফোনে আসবে 2022 এর শেষের দিকেই। লঞ্চ করা হবে এই বছরের Q3 তেই। 

সমস্ত কিছু যদি ঠিকঠাক যায়, এই বছরেই লঞ্চ করা হবে আমাদের দেশে এই স্মার্টফোনটিকে। তবে এই স্মার্টফোনের ডিজাইন কেমন হবে, এটা পুরোপুরি নাথিং ইয়ার ওয়ানের মত স্বচ্ছ হবে কিনা সমস্ত কিছু জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা মাস।

এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!