এবার Nokia সংস্থা গ্রাহকদের উদ্দেশ্য নিয়ে এলো তিনটি অসাধারণ Nokia Phones। ইতিমধ্যেই জানা গেল এদের স্পেসিফিকেশন্স। জেনেনিন সমস্ত কিছু বিস্তারিত ভাবে।
Nokia XR20 স্পেসিফিকেশন
এটি একটি রাগেড স্মার্টফোন। এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 1,080×2,400 Pixels রেজুলেশন যুক্ত 67-inch FHD+ Display। স্মার্টফোনটির মধ্যে পাবেন Qualcomm Snapdragon 480 SoC। স্মার্টফোনের মধ্যে LED Flash যুক্ত 48-Megapixel Primary Sensor এবং 13-Megapixel Ultra-Wide Angle lens এবং 8-Megapixel Selfies Camera রয়েছে। একই সাথে আপনি পেয়ে যাবেন 4630mAh Battery। এছাড়াও পাবেন 18W Wired এবং 15W Wireless চার্জিং সাপোর্ট সুবিধা।
এরই পাশাপাশি স্মার্টফোনের মধ্যে ইনক্লুড রয়েছে 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth v5.1, GPS/ A-GPS/ NavIC, NFC, USB Type-C এবং 3.5mm Headphone Jack। একই সাথে পাবেন Accelerometer, Ambient light, Barometer, Gyroscope, Magnetometer, Proximity Sensor। সিকিউরিটি সিস্টেম হিসাবে স্মার্টফোনের মধ্যে উপলব্ধ রয়েছে Side-Mounted Fingerprint Sensor। আরও পাবেন IP68 Dust এবং Water-Resistant সুবিধা। স্মার্টফোনটি ওজন 248 গ্রাম।
এর 4GB RAM + 64GB Storage ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে EUR 499 অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় 43,800 টাকা। এছাড়াও এর অন্যতম একটি ভেরিয়েন্ট 6GB RAM + 128GB Storage উপস্থিতি রয়েছে তবে এর দাম কত হতে পারে তা এখনো জানা যায়নি। এটি Granite এবং Ultra Blue কালার ভেরিয়েন্ট প্রকাশিত হয়েছে।
Nokia C30 স্পেসিফিকেশন
এটিতে আপনি Dual Nano-SIM ব্যবহারের সুবিধা পেয়ে যাবেন। স্মার্টফোনটি Android 11 দ্বারা পরিচালিত। একই সাথে পাবেন 6.82-inch HD+ Water Drop-Style Notch Display। প্রসেসর হিসেবে উপস্থিতি রয়েছে Octa-Core Unisoc SC9863A SoC।
জেনেনিন : Ola Electric Scooter সম্পর্কে এই বিষয় গুলি জানেন কি? থাকবে দারুন চমক
এটিতে আপনি Dual Camera Setup পেয়ে যাবেন যার মধ্যে রয়েছে13-Megapixel Primary Sensor এবং 2-Megapixel Depth Sensor। একই সাথে রয়েছে 5-Megapixel Selfie Camera। এছাড়াও রয়েছে 6,000mAh Battery এবং 10W Wired Charging সুবিধা।
এখানেই শেষ নয় আরও পাবেন 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB এবং 3.5mm Headphone Jack, Accelerometer, Ambient light এবং Proximity Sensor। এরই পাশাপাশি রয়েছে Rear-mounted Fingerprint Sensor। স্মার্টফোনটির পরিমাপ এবং ওজন রাখা হয়েছে যথাক্রমে 177.7×79.1×9.9mm এবং 237 গ্রাম।
Nokia C30 স্মার্টফোনটি আপনি 2GB + 32GB, 3GB + 32GB এবং 3GB + 64GB এই তিনটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন। এর দাম শুরু হচ্ছে EUR 99 অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় 8,700 টাকা। দুটি কালার ভেরিয়েন্ট আপনি পেয়ে যাবেন যার মধ্যে রয়েছে Green এবং White কালার।
Nokia 6310 (2021) স্পেসিফিকেশন
এটিতে আপনি পেয়ে যাবেন 2.8-inch QVGA Display। এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন S30+ ফিচার্স। এছাড়াও রয়েছে Snake Game এবং LED Torch। হ্যান্ডসেটটি নির্মিত হয়েছে 6531F SoC দ্বারা।
জেনেনিন : SBI ATM কার্ড হারিয়ে গেলে এইভাবে সহজেই Deactivate করুন, অবশ্যই জেনেনিন
এটিতে একই সাথে রয়েছে 16MB RAM এবং 8MB Storage। ক্যামেরা হিসেবে থাকছে 0.3-megapixel Back Sensor। একই সাথে ইনক্লুড রয়েছে Micro-USB port, Wireless FM radio Support, Bluetooth v5.0 এবং Wi-Fi।
Nokia 6310 (2021) দাম রাখা হয়েছে EUR 40 অর্থাৎ ভারতীয় মুদ্রায় 3,500 টাকা। এটি Black, Dark Green, Light Blue এবং Yellow এই চারটি কালার ভেরিয়েন্ট মুক্তি পেয়েছে। মনে করা হচ্ছে জিও ফোন কে ব্যাপকভাবে টেক্কা দিতে চলেছে Nokia সংস্থার নির্মিত এই ফোন। ইতিমধ্যেই গ্লোবাল মার্কেটে ফোনগুলো বিক্রয় শুরু হয়ে গেছে। ভারতের বাজারে উল্লেখিত ফোনগুলি কবে উপলব্ধ হবে সে নিয়ে সংস্থা এখনো কোনো তথ্য প্রকাশ করেনি।