Pre-Order শুরু হবে Nokia G20 স্মার্টফোনের, দেখেনিন এর স্পেসিফিকেশন্স, দাম ও প্রি-অর্ডার ডেট

Nokia G20 ShresthoTech

এই বছরের প্রথমে Nokia ইন্ট্রোডিউস করেছিল তাদের প্রথম G সিরিজের দুটি স্মার্টফোন। এই সিরিজেরই একটি স্মার্টফোন Nokia G20 স্মার্টফোনটির এবার প্রি-অর্ডার শুরু হতে চলেছে ভারতে। চলুন দেখে নেওয়া যাক এই স্মার্টফোন সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত ভাবে। স্মার্টফোনে স্পেসিফিকেশনস, প্রাইস সমস্ত কিছু জেনে নেব এখানে। 

ইতিমধ্যেই Nokia G20 স্মার্টফোনটির অ্যামাজনে মাইক্রো সাইট তৈরী হয়ে গেছে। স্মার্টফোনটি প্রি-রেজিস্ট্রেশন করা যাবে জুলাই 7 তারিখ থেকেই। তার আগে আমরা জেনে নেব Nokia G20 এর স্পেসিফিকেশন্স।

Nokia G20 স্পেসিফিকেশন্স

Nokia G20 এর মধ্যে রয়েছে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে। তার সাথে থাকছে ওয়াটার ড্রপ নচ। ক্যামেরার কথা বলতে গেলে এই স্মার্টফোনে পাওয়া যাবে কোয়াড ক্যামেরা সেটআপ। যার মধ্যে রয়েছে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। প্রসেসর হিসেবে থাকছে MediaTek Helio G25। আর তার সাথে রয়েছে 5,050mAh এর ব্যাটারি। ও 10W এর চারজিং সাপোর্ট। নাইট এবং গ্লেসিয়ার কালার অপশনে পাওয়া যাবে এই স্মার্টফোন।

জানেন কি : স্মার্টফোনেরই একটা অংশ খুলে গিয়ে হয়ে যাবে ড্রোন, থাকবে ক্যামেরাও, এমনই অদ্ভুত স্মার্টফোন তৈরি করছে Vivo

সর্বোচ্চ 4GB-64GB ভেরিয়েন্টে এই স্মার্টফোনটি পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত স্টোরেজ সম্পর্কে অফিশিয়ালি কোন কিছুই ঘোষণা করেনি আমাজন। চলুন এবার জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটির দাম।

স্মার্টফোনটির দাম

দাম রাখা হয়েছে ভারতীয় মুদ্রায় 12,999 টাকা। সেল হবে অ্যামাজন ইন্ডিয়ার মাধ্যমে। জুলাই মাসের 7 তারিখ থেকে স্মার্টফোনটিকে প্রি-অর্ডার করা যাবে।