ম্যাসিভ 6000mAh ব্যাটারি থাকবে Nokia C30 তে, FCC লিস্টিংস থেকে পাওয়া গেল এমনই হদিস

nokia c30 fcc certification revels some key specifications

ইতিমধ্যেই Nokia C30 স্মার্টফোনটি FCC সার্টিফিকেশন পেয়েছে। যেখান থেকে এর বেশ কিছু ফিচার্স জানতে পারছি আমরা। সেই দিকে নজর দেওয়া যাক। দেখে নেওয়া যাক এই স্মার্টফোন সম্পর্কে কি কি জানতে পারছি আমরা।

Nokia C30 স্মার্টফোনটির ব্যাটারি ক্যাপাসিটি বলতে গেলে এতে থাকছে 5,850mAh ব্যাটারি। এর Model Codename রাখা হয়েছে TA-1357।স্মার্টফোন নির্মাতারা জানিয়েছেন শুধুমাত্র 2.4GHz Wi-Fi networks এতে প্রতিস্থাপিত রয়েছে। বিশেষ কিছু কারণ বশত আপনি 5GHz Wi-Fi এর সুবিধা উপভোগ করতে পারবেন না।

এবার আসা যাক এর Camera ব্যাপারে। এটিতে আমরা পেয়ে যাবো দুটি রিয়ার ক্যামেরা। যার মধ্যে থাকছে 13MP প্রাইমারি সেন্সর এবং 2MP Macro/Depth/Monochrome Sensor। 

জেনেনিন : রিলায়েন্স জিও কে টেক্কা দিতে এয়ারটেল নিয়ে এল 456 টাকার প্ল্যান, জেনেনিন কে বেশি সুবিধা দিচ্ছে

এই স্মার্টফোনে কেমন প্রসেসর হতে চলেছে সে সম্বন্ধে এখনো কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে Snapdragon 4xx অথবা সেই একই গোত্রীও MediaTek এর কোনো Processor ইনক্লুড থাকতে পারে ফোনটির মধ্যে। সিকিউরিটি সিস্টেমের কথা বলতে গেলে এর মধ্যে আপনি পেয়ে যাবেন Back Fingerprint Sensor এর সুবিধা।

আমাদের দেশে কি আসবে এই ডিভাইস?

Nokia C30 ভারতের বাজারে কবে আসবে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। বিদেশের বাজারে অর্থাৎ China এবং U.S. এ এই স্মার্টফোন লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে। তাই একথা বলাই যায় যে আমাদের দেশেও খুব শীঘ্রই আসতে পারে এই স্মার্টফোন। এই স্মার্টফোনের দাম কত হতে পারে সে বিষয়েও জানা সম্ভব হয়নি।