মাত্র 10,000 টাকার মধ্যেই নোকিয়া নিয়ে চলে এল Nokia C20 Plus স্মার্টফোন, দেখে নিন এর সমস্ত স্পেসিফিকেশনস, দাম সমস্ত কিছু বিস্তারিত ভাবে

গত মাসেই চিনে লঞ্চ হয়ে গিয়েছিল এই বাজেট রেঞ্জের স্মার্টফোনটি। এবার ভারতে লঞ্চ করে দেওয়া হল Nokia C20 Plus স্মার্টফোনকে। মাত্র 10,000 টাকার মধ্যে দারুন সমস্ত স্পেসিফিকেশনস রয়েছে নোকিয়ার এই স্মার্টফোনের মধ্যে। চলুন দেখে নেওয়া যাক সমস্ত কিছু বিস্তারিত ভাবে। 

Nokia C20 Plus স্মার্টফোনের স্পেসিফিকেশন্স 

Nokia C20 Plus স্মার্টফোনের মধ্যে রয়েছে 6.5 ইঞ্চ এর HD+ ডিসপ্লে। এর এসপেক্ট রেশিও 20:9। ক্যামেরা হিসাবে এই স্মার্টফোনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। যার মধ্যে রয়েছে 8 মেগাপিক্সেল এর প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল এর ডেফথ সেন্সর। পাওয়া যাবে LED ফ্ল্যাশ এর সুবিধাও।

ব্যাটারি হিসাবে এর মধ্যে রয়েছে 4,950mAh এর ব্যাটারি। আর 10W এর চার্জিং সাপোর্ট। পেয়ে যাবেন Micro USB পোর্ট। নোকিয়া ক্লেইম করছে সিঙ্গেল চার্জে দুই দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে এই স্মার্টফোনটি। এর ওজন 204 গ্রাম। 

এছাড়াও এই স্মার্টফোনের মধ্যে প্রসেসর হিসাবে পাওয়া যাবে Unisoc এর SC9863a চিপসেট। পাওয়া যাবে 3 GB পর্যন্ত RAM। থাকছে 2 GB+32 GB এবং 3 GB+32 GB স্টোরেজ ভেরিয়েন্ট। স্মার্টফোনে পেয়ে যাবেন 32 GB ইন্টারনাল স্টোরেজ। যেটাকে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে 256 GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

জেনেনিন : Facebook-এ সেট করুন Profile Video! চমকে দিন বন্ধুদের

রয়েছে 3.5mm হেডফোন জ্যাক। পেয়ে যাবেন Micro USB কেবিল, এফএম রেডিও। থাকছে Bluetooth v4.2, 4G LTE, WiFi 802.11 b/g/n। পাবেন প্রক্সিমিটি সেন্সর, অক্সিলেরমিটার ও আম্বিয়ান্ট লাইট সেন্সর। 

Nokia C20 Plus স্মার্টফোনটির দাম 

আগেই জানিয়েছি 2 GB+32 GB এবং 3 GB+32 GB স্টোরেজ ভেরিয়েন্ট এর সাথে স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে ভারতে। তার মধ্যে 2 GB+32 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 8,999 টাকা। 3 GB+32 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 9,999 টাকা।

ব্লু এবং গ্রে এই দুটি কালার অপশনে এই স্মার্টফোনটি এভেলেবেল থাকবে আমাদের দেশে। বিক্রি শুরু হয়ে গেছে আজ থেকেই। কিনতে পাওয়া যাবে Nokia India-র অফিসিয়াল ওয়েবসাইট ও বিভিন্ন লিডিং স্টোর থেকে।