বিভিন্ন সংস্থা তাদের Earbuds গুলিকে দিনের পর দিন উন্নত করে সকলের সামনে এনে চলেছে। কয়েকদিন আগেই boAT লঞ্চ করে দিয়েছে তাদের ইয়ারবাডস। Lava-র কাছ থেকেও আমরা পেয়েছি Probuds। এবার Noise এর রুক্ষ থেকে লঞ্চ হয়ে গেল এক Earbuds এটি Noise Buds VS201 TWS Earbuds। দেখেনেওয়া যাক এই ইয়ার বাডস সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত ভাবে।
স্পেসিফিকেশন কেমন রয়েছে?
এই Earbuds টির স্পেসিফিকেশনের কথা বলতে গেলে আপনি পেয়ে যাবেন Dual Equaliser Feature। রয়েছে 6mm ড্রাইভার্স। Android এবং iOS ইউজাররা নির্ভাবনায় ব্যবহার করতে পারবেন। এটিতে Bluetooth v5.1 Support বিদ্যমান। একই সাথে পাবেন Full Touch Control যেমন Music Play, Pause, Calls Receive এর সুবিধা। এছাড়াও থাকছে IPX5 Water Resistant এর সুবিধা। এটিতে ইনক্লুড রয়েছে Google Assistant এবং Siri support।
মাত্র সিঙ্গল চার্জে এটি 4 ঘন্টা Battery Life প্রদান করতে সক্ষম। একই সাথে Charging Case এ Earbuds টি 14 ঘন্টা পর্যন্ত Playback Time এর উপযোগী। এটির ওজন মাত্র 50 grams।
জানেন কি : কিভাবে Covid-19 Vaccine Certificate-এ থাকা ভুল সংশোধন করবেন? এল এই অতি প্রয়োজনীয় সুবিধা
দাম কত?
এটি Charcoal Black colour এ আপনি পাবেন। ভারতীয় মুদ্রায় এই Earbuds টির দাম রাখা হয়েছে 1,499 টাকা। গ্রাহকরা এই অসাধারন প্রোডাক্টটি online এর মাধ্যমে ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon থেকে কিনতে সক্ষম হবেন।