লকডাউনের মধ্যেই এখন দোকান বন্ধ । তাই ঘরে বসে স্কিন কেয়ার প্রোডাক্ট পেতে সমস্যা হচ্ছে সবারই।
এই কথা ভেবে বিখ্যাত স্কিন কেয়ার কোম্পানি নিভিয়া ইন্ডিয়া ঘোষণা করল তারা এবার পার্টনার করতে চলেছে জোমাটো আর সুইগির সাথে !
আপনার বাড়িতে মাত্র 60 থেকে 90 মিনিটের মধ্যে তারা পাঠিয়ে দেবে নানান হাইজিন প্রোডাক্ট !
এখানে আপনি যে জিনিস গুলো পাবেন সেগুলো হল সাবান, ফেসওয়াশ থেকে শুরু করে শাওয়ার জেল, স্কিন কেয়ার প্রোডাক্ট ও আরও নানান জিনিস !
কোন কোন শহরে শুরু হয়েছে এই সার্ভিস ?
প্রাথমিকভাবে মুম্বাইতে গত সপ্তাহে এটা শুরু করেছিল নিভিয়া ইন্ডিয়া ।
এখন ভারতের ত্রিশটা শহরে পাওয়া যাচ্ছে এই সার্ভিস । যার মধ্যে রয়েছে মুম্বাই, বেঙ্গালুরু, দিল্লী, কলকাতা, জয়পুর, ভোপাল, ইন্দোর, রায়পুর এবং কানপুরে !
পরবর্তীকালে একশটা শহরে এই সার্ভিস শুরু করার জন্য যাবতীয় কাজ চালিয়ে যাচ্ছে নিভিয়া ইন্ডিয়া !
কিভাবে এই সার্ভিস আপনি ব্যবহার করবেন ?
এই সার্ভিসের সুবিধা লাভের জন্য প্রথমেই জোমাটো বা সুইগি অ্যাপ আপনাকে ওপেন করে নিতে হবে ।
এবং সেখানে মার্কেট অথবা গ্রোসারি সেকশনের মধ্যে আপনি পেয়েযাবেন নিভিয়া কেয়ার শপ !
তাহলে চিন্তা কিসের ? এখনই চেক করে দেখুন। আর অর্ডার করুন আপনার প্রয়োজনীয় স্কিন কেয়ার প্রোডাক্ট ।