নতুন ডেলিভারি অপশন Amazon Day Delivery লঞ্চ করে দিল Amazon, দূষণ থেকে বাঁচবে প্রকৃতি

আগেই আমাজন তাদের শিপমেন্ট জিরো প্রজেক্ট (Shipment Zero Project) সম্পর্কে জানিয়েছিল। যার মাধ্যমে তারা তাদের কার্বন এমিশন কে 2030 সালের মধ্যে 50% পর্যন্ত কমিয়ে নিয়ে আসার চেষ্টা করবে। নিঃসন্দেহে সেটা খুবই ভাল পদক্ষেপ ছিল। আর সেই পদক্ষেপেরই গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আমাজন ঘোষণা করে দিলে নতুন এক ডেলিভারি অপশন। যার নাম অ্যামাজন Amazon Day Delivery। এর মাধ্যমে আপনার সমস্ত অর্ডার করার প্রোডাক্ট একই দিনে ডেলিভারি পেতে পারবেন।

কি এই Amazon Day Delivery?

আপনি যদি আমাজন ইন্ডিয়ার একজন প্রাইম মেম্বার হন তাহলে এই ডেলিভারি অপশনটিকে আপনি বেছে নিতে পারবেন আপনার প্রোডাক্ট চেক আউট এর সময়ই। এর ফলে সারা সপ্তাহ ধরে যে সমস্ত প্রোডাক্ট গুলো আপনি অ্যামাজনে অর্ডার করেছেন। সমস্ত প্রোডাক্ট আপনার কাছে আপনার পছন্দ করা দিনেতেই ডেলিভারি করে দেওয়া হবে।

এর উপকারিতা একবার ভেবে দেখুন। সারা সপ্তাহ ধরে আপনি যতগুলো প্রোডাক্ট অর্ডার করবেন সব একসাথে ডেলিভারি করে দেওয়ার ফলে বারবার ডেলিভারি বয় দের আপনার বাড়ি ভিজিট করতে হবে না। নিঃসন্দেহে যার ফলে কার্বন এমিশন অনেক কমে যাবে। দূষণ থেকে বাঁচবে পৃথিবী।

জানেন কি : Microsoft 22 লক্ষ টাকা পুরস্কার দিল এক ভারতীয় হ্যাকার কে, এই বিশেষ কাজটি করার জন্য

আপনি যদি আমাজন প্রাইম মেম্বার (Amazon Prime Member) হয়ে থাকেন তাহলে চেক আউট করার সময় Free Prime Delivery সিলেক্ট করার পরিবর্তে এই Amazon Day Delivery অপশন টিকে বেছে নিতে হবে আপনাকে। এমনকি আমাজন জানাচ্ছে Amazon Day Delivery-র নির্দিষ্ট দিনের দুদিন আগেও আপনি অর্ডার করতে পারবেন। তাহলেও আপনি সেই একই দিনে আপনার প্রোডাক্ট ডেলিভার পেয়ে যাবেন। 

বর্তমান পরিস্থিতিতে প্রকৃতির কথা বিবেচনা করে আমাজনে এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আপনিও যদি এই আমাজনের মহৎ উদ্যোগে সামিল হতে চান তাহলে এই ডেলিভারি অপশন টিকে বেছে নিতে পারবেন।