সাবধান! এই পাসওয়ার্ড আপনি ব্যবহার করছেন না তো? বিপদ হতে পারে, এইভাবে পাসওয়ার্ড সেট করুন

ইন্টারনেটের যুগে এখন পাসওয়ার্ড (Password)-এর গুরুত্ব অসীম। তবে ভুল পাসওয়ার্ড বা অপেক্ষাকৃত সহজ সরল পাসওয়ার্ড বেছে  নেওয়ার জন্য আমাদের সমস্যায় পড়তে হয় অনেক। অতিসম্প্রতি সামনে এলো সবথেকে বেশি হ্যাক হওয়া বেশকিছু পাসওয়ার্ডের লিস্ট। আপনি যদি এই সমস্ত পাসওয়ার্ড গুলো আপনার একাউন্টে ব্যবহার করে থাকেন তাহলে এখনই চেঞ্জ করুন। না হলে যেকোনো সময় হ্যাক হয়ে যেতে পারে আপনার একাউন্ট।  

সব থেকে দুর্বল পাসওয়ার্ডের লিস্ট কি? 

অতিসম্প্রতি সামনে এসেছে এমনই উইক পাসওয়ার্ড এর লিস্ট। আর এই রিপোর্ট পেশ করেছে একটা কার্ড পেমেন্ট কোম্পানি যার নাম Dojo।  

1। সর্বপ্রথম এই পাসওয়ার্ডের লিস্টে যে পাসওয়ার্ডটি রয়েছে সেটা হল 123456। জানা যাচ্ছে প্রায় 23.2 মিলিয়ন ইউজার এই পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন। 

2। তারপরেও রয়েছে 123456789 এই পাসওয়ার্ড। আর এই পাসওয়ার্ডও ব্যবহার করেন 7.7 মিলিয়ন ইউজার।

3। তারপরও Qwerty শব্দটি পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করেন 3.8 মিলিয়ন ইউজার। 

4। আর তার সাথে Password এই শব্দটিকেই পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করেন 3.6 মিলিয়ন ইউজাররা। 

5। 1111111 এইটাকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করছেন 3.1 মিলিয়ন ইউজাররা। 

জেনেনিন : দূর্দান্ত বেনিফিট সহ BSNL লঞ্চ করে দিল 197 টাকার নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান, এখনই দেখেনিন খুঁটিনাটি

তবে আপনি যদি এতদিন পর্যন্ত এই সমস্ত পাসওয়ার্ড গুলো ব্যবহার করে থাকেন, তাহলে সচেতন হয়ে যান। একদমই এই পাসওয়ার্ড গুলোকে ব্যবহার করবেন না।এছাড়াও এই সমীক্ষার মধ্যে আরও অনেক তথ্য উঠে এসেছে। দেখা যাচ্ছে বেশিরভাগ ইউজাররাই যেকোনো ওয়ার্ডকে তাদের পাসওয়ার্ড হিসেবে বেছে নেন। এমনকি অনেকে তাদের পোষ্যের নাম কেউ পাসওয়ার্ড হিসেবে রেখে দেন। যেটা যেকোনো সময় বিপদজনক হয়ে যেতে পারে সকলের পক্ষেই।

তাই আপনিও যদি Love Baby, Dog, Angel, Scorpio, Sam, Anna, Cat, Alex, Leo সমস্ত শব্দ গুলিকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করে থাকেন তাহলে সেগুলো ব্যবহার করা বন্ধ করুন। এক্ষুনি পরিবর্তন করুন আপনার পাসওয়ার্ড।

কিভাবে সেট করবেন সিকিউর পাসওয়ার্ড? 

1। পাসওয়ার্ড সেট করার সময় সেটাকে লেটার্স, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার এর মিক্সচার হিসাবে রাখুন। তার মধ্যে আবার আপার কেস এবং লোয়ার্কেস লেটার ব্যবহার করুন। যার ফলে সেটা খুবই শক্তিশালী হয়ে যায়। 

2। সবসময় টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করুন। এর ফলে হ্যাক করা আরও কঠিন হয়ে যায় হ্যাকারদের পক্ষে। 

3। আর নির্দিষ্ট সময় অন্তর আপনার পাসওয়ার্ড কে আপডেট করতে থাকুন। 

4। একই পাসওয়ার্ড বিভিন্ন একাউন্টে ব্যবহার করবেন না। প্রত্যেকটা একাউন্টের জন্য আলাদা ধরনের পাসওয়ার্ড ব্যবহার করুন।

এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!