নেটফ্লিক্সের মধ্যে এবার গেমিং এর সুবিধা উপভোগ করবেন ইউজাররা, নতুন ফিচার নিয়ে আসা হচ্ছে খুব শীঘ্রই

Netflix এখন অত্যধিক জনপ্রিয় এক অন ডিমান্ড ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম। আমরা অনেকেই নেটফ্লিক্স ব্যবহার করি। Netflix-ও প্রতিনিয়ত তাদের ইউজার বেস বাড়ানোর জন্য বিভিন্ন রকমের প্ল্যান্স নিয়ে আসে। আর এবার এই ক্রিয়া-কলাপ এর লিস্টে নতুন এক পদক্ষেপ যোগ হয়ে গেল। সেটা হচ্ছে গেমিং। এবার গেমিং এ জগতে পদার্পণ করতে চলেছে Netflix। নেটফ্লিক্সের সাবস্ক্রাইবাররা তাহলে বিনামূল্যে এই গেমিং উপভোগ করতে পারবেন নেটফ্লিক্সের মধ্যে।

দ্য ভার্জের তরফ থেকে এক রিপোর্টে জানানো হচ্ছে এই গেমিং জগতের যাত্রা Netflix শুরু করতে চলেছে মোবাইলের মাধ্যমে। অর্থাৎ প্রাথমিকভাবে মোবাইল ইউজার দের জন্য গেমিং এক্সপেরিয়েন্স নিয়ে আসতে চলেছে নেটফ্লিক্স। এর জন্য ইতিমধ্যে তারা EA এবং Oculas এর এক্সিকিউটিভ Mike Verdu কে নিয়োগ করেছে এই প্রক্রিয়া সামলানোর জন্য। 

প্রসঙ্গত উল্লেখ্য নেটফ্লিক্স এর এই গেমিং ইউজারদের আরও টানবে তাদের সাবস্ক্রিপশন কিনতে। এমনটাই মনে করছেন অনেকেই এবং নিঃসন্দেহে এটা বাজারে জনপ্রিয় কিছু গেমিং সার্ভিস এর সাথে জোরদার কম্পিটিশন করবে । 

জেনেনিন : Free Fire করে ফেলল এই অবিশ্বাস্য রেকর্ড, তার জন্যই ঘোষণা করা হল স্পেশাল ইভেন্টেরও, এখুনি জেনেনিন

তবে নেটফ্লিক্স আগেই জানিয়েছিল তারা ইউনিক ধরনের গেমিং নিয়ে আসতে চলেছে। এমনকি তাদের নির্দিষ্ট কিছু মুভিস বা শো এর উপর নির্ভর করে তারা নিয়ে আসবে এক্সক্লুসিভ গেমিং কনটেন্ট। এমনটাই জানা গিয়েছিল তাদের পক্ষ থেকে।

এই সমস্ত কিছু এখনো পর্যন্ত জানা গেলেও কবে অফিশিয়ালি এই গেমিং প্ল্যাটফর্মকে রিলিজ করা হবে সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো আলোকপাত করে নিন নেটফ্লিক্স। তবে খুব শীঘ্রই এই সুখবর আসবে এটা নিশ্চিতভাবে বলা যায়।