Tide-এর সাথে পার্টনারশিপে স্পেশাল ডিটারজেন্ট তৈরি করছে NASA, মহাকাসচারীদের জন্যই এই ব্যবস্থা

nasa is preparing special detergent for astronauts partnering with tide

মহাকাশচারীদের জামাকাপড় পরিষ্কার করা নিয়ে সমস্যায় পড়তে হয়। আর এই পরিস্থিতি দূর করতে এবার নাসা পার্টনারশিপ করছে বিশ্ব বিখ্যাত ডিটারজেন্ট প্রস্তুতকারী সংস্থা Tide-এর সাথে। তৈরি করা হবে মহাকাশে ব্যবহারের উপযুক্ত স্পেশাল ডিটারজেন্ট। তারই সাথে আরও প্রয়োজনীয় কিছু জিনিস। 

মহাকাশে ব্যবহারের স্পেশাল ডিটারজেন্ট তৈরি করতে চলেছে NASA 

একথা কারোরই অজানা নয় মহাকাশচারীদের প্রচন্ড রকম ব্যস্ততার মধ্যে দিয়ে যেতে হয়। সারা দিন ধরে তারা কর্ম ব্যস্ত থাকেন প্রচন্ড রকমের বেশিই। এই পরিস্থিতিতে আলাদাভাবে জামা কাপড় সময়ে সময়ে পরিবর্তন করা বা পরিষ্কার করে নেওয়ার কোনো ব্যবস্থা স্পেস স্টেশনে থাকেনা।

তাদের সেই একই জামা কাপড় ব্যবহার করতে হয় বেশ কিছুদিন এবং যখন সেটা ব্যবহারের অযোগ্য হয়ে যায় তখন সেটা বাদ দিতে হয় বা নষ্ট করে দিতে হয়। যার ফলস্বরূপ প্রত্যেক বছর NASA-কে 68 কেজি জামা-কাপড় পাঠাতে হয় মহাকাশচারীদের জন্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। 

সেটা এক কথায় প্রচুর ব্যয়বহুল এবং তারই সাথে কার্গো শিপে অনেক জায়গাও নিয়ে নেয়। এই পরিস্থিতিতে NASA এবার পার্টনারশিপ করেছে বিশ্ব বিখ্যাত ডিটারজেন্ট প্রস্তুতকারী সংস্থা Tide-এর পেরেন্ট কোম্পানি  Procter and Gamble-এর সাথে। তারা একটা স্পেশাল ডিটারজেন্ট তৈরি করতে চলেছে যেটা মহাকাশে ব্যবহার করা যাবে জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করতে। যার ফলে খুব বেশি বেশি জামাকাপড় পাঠাতে হবে না মহাকাশচারীদের জন্য। একই জামা কাপড় পরিষ্কার করে নিয়ে আবার ব্যবহার করতে পারবেন তারা। 

জানেন কি : POCO M3 Pro 5G vs Realme 8 5G, কে দিচ্ছে কেমন সুবিধা? তুলনামূলক আলোচনা মিস করবেন না

কিন্তু সমস্যার শেষ নেই এই কাজ করতে গিয়ে। এমন ডিটারজেন্ট আর তার সাথে ওয়াশিং মেশিন তৈরিতেও তারা মনোযোগ দিয়েছেন। যাতে খুব অল্প জলেই খুবই সুন্দর ভাবে জামা কাপড় কাচার কাজ মিটে যাবে। কিন্তু বলাটা যতটা সহজ, কাজটা ততটাই কঠিন। 

আছে নানান রকমের চ্যালেঞ্জ। এমনকি যে জল ব্যবহৃত হবে সেই জল রিসাইকেল করে পুনরায় পান যোগ্য করে তোলার চ্যালেঞ্জও রয়েছে এরই মধ্যে। তবে নাসার উপর ভরসা করা যায়। খুব শীঘ্রই হয়তো তারা এই সমস্যার মোকাবিলায় বার করে ফেলবে এই ডিটারজেন্ট এবং ওয়াশিং মেশিন তৈরির মধ্যে দিয়ে। 

আগামী ডিসেম্বর মাসেই এই স্পেশাল ডিটারজেন্ট কে পাঠানো হবে মহাকাশচারীদের জন্য। চলবে এর উপর আরও পরীক্ষা-নিরীক্ষা। তারি সাথে Tide 2022 সালের মধ্যেই Stain Removal Pen এবং Wipe পাঠানো হবে পরীক্ষামুলকভাবে মহাকাশে। সবগুলো যদি ঠিকঠাক ভাবে কাজ করে তাহলে তো পরবর্তী দিনগুলোতে মহাকাশচারীদের এই রকম সমস্যার সম্মুখীন হতে হবে না।