ফাঁস হয়ে গেল Motorola Edge 20 স্মার্টফোনের স্পেসিফিকেশন ও সম্ভাব্য দাম, এখুনি জেনে নিন বিস্তারিত ভাবে

ইতিমধ্যেই আমরা আরও এক অসাধারণ স্মার্টফোনের কথা জানতে পেরেছি। PriceBaba এবং OnLeaks এই কথা আমাদের জানিয়েছে। সেই তথ্যের ওপর ভিত্তি করে Motorola Edge 20 স্মার্টফোনটির বেশকিছু স্পেসিফিকেশন উঠে এসেছে সকলের সামনে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কেমন হতে চলেছে এই স্মার্টফোন। 

Motorola Edge 20 স্পেসিফিকেশন

Motorola Edge 20 স্মার্টফোনের মধ্যে থাকছে 2,400 x 1,080 Pixels Resolution বিশিষ্ট 6.7-inch FHD+Centre-Aligned Punch-Hole Display। একই সাথে স্মার্ট ফোনটির মধ্যে উপস্থিত রয়েছে 120Hz Refresh Rate।

স্মার্টফোনটিতে রয়েছে Snapdragon 778G Processor। এবার আসা যাক স্মার্টফোনের ক্যামেরার ব্যাপারে। স্মার্টফোনটিতে থাকছে Triple Camera Setup যার মধ্যে পাবেন 108-Megapixel Primary Camera, 16-Megapixel Secondary Sensor এবং 8-Megapixel Unit। সেলফি ক্যামেরা ঠিক কত হবে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। 

জেনেনিন : Ola Electric Scooter সম্পর্কে এই বিষয় গুলি জানেন কি? থাকবে দারুন চমক

একই সাথে স্মার্টফোনের মধ্যে রয়েছে 4,000mAh Battery। এছাড়াও ঠিক কতো ওয়াটের ফাস্ট চার্জিং এটিতে ইনক্লুড রয়েছে সে তথ্যও এখনো পাওয়া সম্ভব হয়নি। এরই সাথে রয়েছে Speaker Grille, USB Type-C Port, LED Flash ইত্যাদি।

সম্ভাব্য দাম কত হতে চলেছে?

স্মার্টফোনটি আপনি দুটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন 6GB  RAM এবং 128GB Internal Memory। অন্যদিকে পাবেন 8GB RAM এবং 256GB Internal Memory। 

মনে করা হচ্ছে স্মার্টফোনটি আর কিছুদিন পর অর্থাৎ 30 শে জুলাই রিলিজ হতে পারে এবং এর সম্ভাব্য দাম হতে পারে 35,990 টাকা মতো। কালার ভেরিয়েন্ট কেমন হবে সেটি আমরা লঞ্চের পরেই জানতে পারবো।