ট্যাবলেট প্রয়োজন? 21,999 টাকায় লঞ্চ হয়ে গেল Moto Tab G70 LTE, রয়েছে 7500mAh ব্যাটারি, 13 MP ক্যামেরা

সদ্য Moto সংস্থা Android Tablet লাইনআপে যুক্ত করে দিল একটি নতুন প্রোডাক্ট। সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল Moto Tab G70 LTE মডেল। ইতিমধ্যে ফ্লিপকার্ট প্ল্যাটফর্মে ট্যাবলেটটির স্পেসিফিকেশন্স, দাম এবং কালার ভেরিয়েন্ট প্রকাশিত হয়েছে। এক এক করে দেখে নেবো সমস্ত কিছু বিস্তারিত ভাবে।

Moto Tab G70 LTE স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এর মধ্যে থাকছে 11-Inch IPS LCD Display। একই সঙ্গে রয়েছে 2K স্ক্রিন রেজুলিউশন যা উচ্চ সম্পন্ন গ্রাফিক্স যুক্ত Netflix এবং Prime ভিডিও উপভোগের সুবিধা দেয়। তারই সাথে থাকছে 400Nits Brightness। এছাড়াও পাওয়া যাবে TUV Eye প্রটেকশন ফিচার্স। এটি MaliG76 GPU সহ Octa-Core MediaTek Helio G90T Processor উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। 

এখানেই শেষ নয় স্টোরেজ হিসাবে পাওয়া যাবে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ। তাছাড়াও চাহিদা অনুযায়ী MicroSD Slot ব্যবহার করে 1TB অবধি স্টোরেজ বাড়িয়ে নেওয়ার মতো সুবিধা তো রয়েছেই। তারই সাথে ইনক্লুড থাকছে 13MP Rear Camera এবং 8MP সেলফি ক্যামেরা।

জেনেনিন : 5000mAh ব্যাটারি, ট্রিপল ক্যামেরার সাথে লঞ্চ হয়ে গেল Realme 9i স্মার্টফোন, দেখেনিন স্পেসিফিকেশন্স, দাম, কালার ভেরিয়েন্ট এবং সেল ডেট

ডিভাইসটি Android 11 দ্বারা পরিচালিত হবে। এরই পাশাপাশি রয়েছে 7500mAh ব্যাটারি এবং 20W Rapid ফাস্ট চার্জার। আরও পাবেন Dolby Atmos, USB 2.0 Type-C পোর্ট, IP52 প্রোটেকশন, 2.4GHz + 5GHz WiFi 802.11 a/b/g/n/ac এবং Bluetooth 5.1 কানেক্টিভিটি সুবিধা। ট্যাবলেটের পরিমাপ 258.4 x 163 x 7.5mm এবং ওজন 490 গ্রাম।

দাম কত রাখা হয়েছে?

আপনাদের আগেই জানিয়েছি ডিভাইসটির দাম সংস্থার তরফ থেকে 21,999 টাকা ঠিক করা হয়েছে। এটি Modernist Teal কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। 

কিভাবে কিনবেন?

প্রোডাক্টটির ইতিমধ্যে Flipkart সাইটে Pre-Order এর জন্য উপলব্ধ হয়েছে। এখনই ট্যাবলেটটি অর্ডার করার ক্ষেত্রে ICICI ব্যাংকের কার্ডে পাওয়া যাবে 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। কেমন লাগলো আপনার এই ট্যাবলেট? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

এইরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!