ট্রিপল ক্যামেরার সাথেই লঞ্চ হয়ে গেল Moto G71 5G স্মার্টফোন, দেখেনিন স্পেসিফিকেশন্স, দাম এবং সেল ডেট বিস্তারিত ভাবে

সম্প্রতি Motorola কোম্পানি ভারতের বাজারে G-সিরিজের নতুন স্মার্টফোন হিসাবে লঞ্চ করে দিল Moto G71 5G স্মার্টফোন। চলুন এক নজরে জেনে নেওয়া যাক খুঁটিনাটি বিস্তারিত ভাবে।

Moto G71 5G স্পেসিফিকেশন্স কেমন?

এই স্মার্টফোনের মধ্যে রয়েছে 1080 x 2400 Pixels রেজুলিউশন বিশিষ্ট 6.4-Inch Full HD+ Max Vision AMOLED Display। একই সাথে পাওয়া যাবে 60Hz Refresh Rate এবং 20:9 Aspect Ratio। জানা গেছে স্মার্টফোনটি Octa-Core Snapdragon 695 SoC-র উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। 

এরই পাশাপাশি ইনক্লুড থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যেখানে রয়েছে 50MP Primary Sensor, 8MP Secondary Sensor এবং 2MP Macro Shooter। তারই সাথে থাকছে 16MP সেলফি তোলার সুবিধাও। আরও পাবেন 5,000mAh ব্যাটারি এবং 30W TurboPower ফাস্ট চার্জার।

জেনেনিন : বিনামূল্যে Disney+ Hotstar উপভোগ করতে চান? দেখেনিন 1000 টাকার মধ্যে Airtel, Jio এবং Vi-এর এক বছরের বৈধতা যুক্ত Disney+ Hotstar প্রিপেইড প্ল্যানস গুলি

এখানেই শেষ নয় 5G, 4G LTE, USB Type-C পোর্ট, 3.5mm Audio Jack, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, NFC, GPS, Ambient Light Sensor, Accelerometer, Dolby Atmos, Gyroscope, Proximity Sensor এবং Fingerprint Sensor তো রয়েছেই। ডিভাইসটির পরিমাপ এবং ওজন রাখা হয়েছে যথাক্রমে 161.19×73.87×8.49mm এবং 179 গ্রাম।

দাম কত?

সংস্থার তরফ থেকে স্মার্টফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 18,999 টাকা। এটি Neptune Green এবং Arctic Blue এই দুটি কালার অপশনে পাওয়া যাবে।

সেল Date কবে?

স্মার্টফোনের প্রথম সেল শুরু হচ্ছে জানুয়ারি মাসের 19 তারিখ থেকে। গ্রাহকরা এটি ই-কমার্স জায়েন্ট প্ল্যাটফর্ম Flipkart-থেকে কিনতে পারবেন।কেমন লাগলো আপনার এই স্মার্টফোন? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

এইরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!