এই বছরেরই April 20 তারিখে লঞ্চ হয়ে গিয়েছিল Moto G40 Fusion স্মার্টফোনটি। কিন্তু সম্প্রতি এই স্মার্টফোনটির দাম বেড়ে গেল। যা গ্রাহকদের কাছে একটি খারাপ খবর। সংস্থার তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে Moto G40 Fusion স্মার্টফোনটির দাম বাড়ল।
Moto G40 Fusion স্মার্টফোনটির দাম কতটা বাড়লো?
Moto G40 Fusion স্মার্টফোনটি কেনার জন্য আপনাকে আগের থেকে একটু বেশি অর্থ খরচা করতে হবে। Moto G40 Fusion স্মার্টফোনটির 4GB+64GB-র দাম ছিল 13,999 টাকা। কিন্তু বর্তমানে তার দাম বেড়ে হয়েছে 14,499 টাকা। 6GB+128GB এর দাম ছিল 15,999 টাকা। কিন্তু বর্তমানে সেটি বেড়ে হয়েছে 16,499 টাকা। অর্থাৎ 500 টাকা করে দাম বেড়েছে এই Moto G40 Fusion স্মার্টফোন টির দুইটি ভ্যারিয়েন্টেরই।
এক নজরে দেখে নেওয়া যাক স্মার্টফোনটির স্পেসিফিকেশন্স-
এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 6.8-inch FHD+ LCD display এবং 1080×2460 pixel resolution। এরই সাথে এই স্মার্টফোনটিতে রয়েছে 120Hz refresh rate। তার সাথে স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন Qualcomm Snapdragon 732G প্রসেসর।
জেনে নিন : WhatsApp নিয়ে এল বহু প্রতীক্ষিত Playback Speed Toggle ফিচার, বাঁচবে অনেক সময়
স্মার্টফোনটির ক্যামেরা সেটআপ এর কথা বলতে গেলে এটিতে আপনি পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। যেখানে 64MP primary sensor রয়েছে, 8MP ultra wide angel লেন্স এবং 2MP macro সেন্সর রয়েছে। একই সাথে পাবেন 16MP সেলফি ক্যামেরা। এটিতে রয়েছে 6000mAh এর ম্যাসিভ ব্যাটারি। পাবেন টাইপ-C পোর্ট, আর 20W এর ফাস্ট চার্জিং এর সুবিধা।
শুধুমাত্র এই স্মার্টফোনটিই নয়। এরইমধ্যে Redmi Note 10, Micromax In Note 1 এই সমস্ত স্মার্টফোনগুলোরও 500 টাকা করে দাম বেড়ে গেছে। সেই তালিকায় এবার যুক্ত হয়ে গেল এই মটোরোলার Moto G40 Fusion মডেলটিও।