12,499 টাকায় 50MP কোয়াড-ক্যামেরা সহ লঞ্চ হয়ে গেল Moto G31 স্মার্টফোন, এক নজরে জেনেনিন স্পেসিফিকেশন্স, দাম এবং সেল ডেট বিস্তারিত ভাবে

Moto G31 Smartphone (Image : Motorola)

ঠিক যেমনটা আপনাদের আমরা জানিয়েছিলাম তেমনটাই ঘটলো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল Moto G31 স্মার্টফোন। ইতিমধ্যেই এই G-সিরিজের মিড রেঞ্জের স্মার্টফোনটির স্পেসিফিকেশন্স জানতে পেরেছি আমরা। চলুন জেনে নেওয়া যাক খুঁটিনাটি। 

Moto G31 স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এই স্মার্টফোনের মধ্যে পাবেন 6.4-Inch IPS LCD Display। একই সাথে থাকছে 60Hz Refresh Rate এবং 700 Nits Peak Brightness। এছাড়াও স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন Octa-Core MediaTek Helio G85 Processor। 

এরই পাশাপাশি পেয়ে যাবেন 50MP Primary Camera, 8MP Ultrawide Camera এবং 2MP Macro Sensor বিশিষ্ট ট্রিপল ক্যামেরা সেটআপ। একই সঙ্গে থাকছে 13MP ফ্রন্ট ক্যামেরা। এখানেই শেষ নয় রয়েছে 5,000mAh ব্যাটারি এবং 20W ফাস্ট চার্জের সুবিধাও। 

জেনেনিন : লঞ্চ নিশ্চিত হয়ে গেল Realme GT Master Edition স্মার্টফোনের নতুন কালার ভেরিয়েন্ট, দেখেনিন কালার ভেরিয়েন্ট, স্পেসিফিকেশন্স, দাম এবং সেল ডেট

সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে একটিমাত্র চার্জে স্মার্টফোনটি 36 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ প্রদান করে। আরও রয়েছে 3.5mm Headphone Jack, USB Type-C Port। এছাড়াও সিকিউরিটি সিস্টেম হিসেবে পেয়ে যাবেন Rear-Mounted Fingerprint Scanner। 

Moto G31 দাম কত রাখা হয়েছে?

চলুন এবার স্মার্টফোনের দামের ব্যাপারে জেনে নেওয়া যাক। স্মার্টফোনটির 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে 12,999 টাকা। এছাড়াও 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ মডেলের জন্য আপনাকে খরচ করতে হবে 14,999 টাকা। 

সেল Date কবে?

স্মার্টফোনটি প্রথম সেল শুরু হচ্ছে আগামী ডিসেম্বর মাসের 6 তারিখ থেকে। ডিভাইসটি Meteorite Grey এবং Sterling Blue এই দুটি কালার অপশনে উপলব্ধ রয়েছে। ভারতের বাজারে গ্রাহকরা স্মার্টফোনটি Flipkart প্ল্যাটফর্মের মাধ্যমে কিনে নিতে পারবেন। 

কেমন লাগলো আপনার এই নতুন Moto G31 স্মার্টফোন? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।