অল্প দামে ভালো স্মার্টফোন খুঁজছেন? দেখেনিন Moto E7 Power স্মার্টফোনটি

moto e7 power

আমরা দেখেছি করোনা মহামারীর সময় স্মার্টফোনের চাহিদা হঠাৎ করে বেড়ে যায়। কারণ শিক্ষা থেকে ব্যবসা সবকিছুই অনলাইন হতে থাকে। এই পরিস্থিতিতে রিসেন্ট কিছু দুর্দান্ত বাজেট স্মার্টফোন লঞ্চ হয়েছে। তেমনই হল মটোরোলার এই স্মার্টফোন। 

Moto E7 Power

Moto E7 Power এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করে গেছে। Motorola-র তরফ থেকে জানানো হয়েছে এটি গ্লোবালি লঞ্চ করার আগে ভারতে লঞ্চ হয়েছে। এটির দাম 10,000 এর নিচে হলেও ফোনটি দেখতে দুর্দান্ত এবং আর আপনি দারুন সব স্পেকস পেয়ে যাবেন এই ফোনটির মধ্যে।

দেখে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশন

Moto E7 Power ফোনটির ডিসপ্লে 6.5 ইঞ্চ এইচডি প্লাস সঙ্গে থাকছে পান্ডা গ্লাস। প্রসেসর হিসেবে দেওয়া হচ্ছে Mediatek Hello G25 octa-core চিপসেট, ফোনের মধ্যে থাকছে 5000mAh ব্যাটারি যেটা type-c চার্জিং সাপোর্ট করে। প্যাকেটে রয়েছে 10W চার্জার। ফোনটির মধ্যে ডুয়েল ক্যামেরা থাকছে। যার প্রাইমারি ক্যামেরাটি 13 মেগাপিক্সেলের আর সেলফি জন্য থাকছে 5 মেগাপিক্সেল। ফোনটি দুটি কালারে পাওয়া যাবে একটি তাহিতি ব্লু এবং  অপরটি কোরাল রেড।

জেনে নিন : খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Huawei Mate X2 স্মার্টফোন, জেনেনিন কি কি চমক থাকছে

ফোনটির স্টোরেজের ক্ষেত্রে দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। প্রথমটি 4GB+ 64GB স্টোরেজ এবং দ্বিতীয়টি 2GB+32GB স্টোরেজ। দুটো ভেরিয়েন্ট এর দামই 10 হাজারের কম। 4 GB+ 64GB ভেরিয়েন্ট টির দাম 8,299 টাকা এবং 2GB+32GB ভেরিয়েন্ট এর ক্ষেত্রে দাম 7,499 টাকা।

আপনি এই ফোনটিকে পেয়ে যাবেন ফ্লিপকার্টে। এর প্রথম সেল শুরু হচ্ছে 26 শে ফেব্রুয়ারি দুপুর ঠিক 12 টায়।

 সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের WhatsApp ও Telegram গ্রুপ। আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।