E-commerce জায়েন্ট প্ল্যাটফর্ম Amazon দীর্ঘদিন যাবত অনলাইন পরিষেবা সুন্দরভাবে পরিবেশন করে তাদের প্ল্যাটফর্মটিকে বেশ উন্নত করে তুলেছ। এরই সাথে তারা বারংবার সকলের সামনে তুলে ধরেছে দুর্দান্ত সব সেল। সম্প্রতি এবার তারা আরও এক অসাধারণ সেল ঘোষণা করল। ইতিমধ্যেই Amazon এ শুরু হয়ে গিয়েছে Mobile Savings Days। যেখানে আপনি বিভিন্ন স্মার্টফোনের ওপর পেয়ে যাবেন অসাধারণ ডিসকাউন্ট।
Table of Contents
Amazon নিয়ে এল Mobile Savings Days
চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন প্রোডাক্ট এর উপর রয়েছে দুর্দান্ত ডিসকাউন্ট।
Oppo A74 5G
এই স্মার্টফোনটির Screen Size 6.49 Inches। একই সাথে থাকছে 90Hz Super Amoled Display। এছাড়াও স্মার্টফোনের মধ্যে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং 18W Fast Charge এর সুবিধা। স্মার্টফোনটি 6GB RAM এবং 128GB Storage এর দাম 20,990 টাকা কিন্তু বর্তমানে আপনি স্মার্টফোনটি পেয়ে যাবেন মাত্র 17,990 টাকায়।
Redmi Note 10 Pro Max
এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 6.67 Inches Super Amoled FHD+2400×1080 যুক্ত Display। একই সাথে থাকছে Snapdragon 732G Processor। এটিতে আপনি পেয়ে যাবেন 5020 mAh এর অসাধারণ ব্যাটারি।
এছাড়াও পেয়ে যাবেন 108 MP যুক্ত অসাধারণ কোয়াড ক্যামেরা এবং 16 MP সেলফি ক্যামেরা। বর্তমানে আপনি এটি বিভিন্ন ভেরিয়েন্ট এ পেয়ে যাবেন। এর বেসিক ভেরিয়েন্ট অর্থাৎ 6GB+128GB দাম 22,999 টাকা কিন্তু বর্তমানে আপনি পেয়ে যাবেন স্মার্টফোনটি মাত্র 19,999 টাকাতে।
iQOO Z3 5G
স্মার্টফোনে আপনি পেয়ে যাবেন 6.58 Inchi সম্পন্ন FHD+ LCD Display। এটিতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট। এরই সাথে আপনি পেয়ে যাবেন Snapdragon 768G SoC প্রসেসর ও Adreno 620 GPU। এটিতে আপনি পেয়ে যাবেন 4,400 mAh এর অসাধারণ ব্যাটারি এবং সাথে থাকছে 55W এর ফাস্ট চার্জিং এর সু-সুবিধা। বর্তমানে আপনার স্মার্টফোনটিকে পেয়ে যাবেন 3000 টাকা ছাড় অর্থাৎ আপনাকে স্মার্টফোনের জন্য দিতে হবে 19,990 টাকা।
Realme X7 5G
স্মার্টফোনটিতে থাকছে 6.43-inch FHD+Super AMOLED Display। এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন Mediatek Dimensity 800U Processor। একই সাথে থাকছে 64MP+8MP+2MP ট্রিপল ক্যামেরা এবং 16MP সেলফি ক্যামেরা।
জানেন কি : PC-তে এবার সরাসরি ব্যবহার করা যাবে Android Applications, Windows 11 নিয়ে আসছে এমনই সুবিধা
এটিতে রয়েছে 4310mAh এর অসাধারণ ব্যাটারি ব্যাকআপ। সাথে থাকছে 50 W fast চারজিং এর সুবিধা। বর্তমানে 6GB+128GB এই স্মার্টফোনটি নির্ধারিত মূল্যের থেকে 9% ডিস্কাউন্টে এটি আপনি পেয়ে যাবেন 19,999 টাকায়। এখানেই শেষ নয়, বেশ কিছু স্মার্টফোনের উপর পেয়ে যাবেন নির্ধারিত ডিসকাউন্ট।
কোন Card-এ অতিরিক্ত ছাড় রয়েছে?
1) Citibank Credit Cards এবং Debit Cards পাবেন 10% Instant Discount।
2) একই সাথে থাকছে Citibank Credit EMI ট্রানজেকশনের ক্ষেত্রে আরও 1,500 টাকা ছাড়।
3) পাবেন ICICI Credit Cards & Debit Card-এ 1000 থেকে 1,500 টাকা অবধি অতিরিক্ত ছাড় এবং Non Cost EMI এর সুবিধা।
4) Amazon Pay তেও থাকছে আরও 5% Instant Discount।
5) এছাড়াও বিশেষ কিছু স্মার্টফোনের ক্ষেত্রে থাকছে HDFC Bank এর তরফ থেকে 10% Discount এর সুযোগ।
এই এক ঝুলি অফার এর পাশাপাশি আরও থাকছে Partner Offer, Exchange Offer ইত্যাদি সুবিধা।
কত দিন চলবে এই সেল?
Amazon তরফ থেকে এই সেলটি চলবে 25th June থেকে 29th June অবধি। তাই দেরি না করে এখনই এমন অসাধারণ অফার উপভোগ করার জন্য Amazon ভিজিট করুন।
শ্রেষ্ঠ টেক-এর টেক আপডেট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সমস্ত লেটেস্ট আপডেট পেতে আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই জয়েন করুন।