লঞ্চ হয়ে গেল Michael Kors Access Gen 6 স্মার্টওয়াচ, এক নজরে জেনেনিন স্পেসিফিকেশন্স এবং দাম বিস্তারিত ভাবে

সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল আরও এক অসাধারণ স্মার্টওয়াচ। Fossil ভারতের বাজারে লঞ্চ করেছে তাদের Michael Kors Access Gen 6 স্মার্টওয়াচ। এক নজরে জেনে নেওয়া যাক স্পেসিফিকেশন এবং দামের ব্যাপারে। 

Michael Kors Access Gen 6 স্পেসিফিকেশন্স

Michael Kors Access Gen 6 স্মার্টওয়াচ এর মধ্যে আপনি পেয়ে যাবেন 1.28-Inch AMOLED Screen। একই সাথে রয়েছে 326ppi Pixel Density এবং 44mm ডায়াল। এছাড়াও এর মধ্যে উপস্থিত রয়েছে Qualcomm Snapdragon Wear 4100+ Chipset। আরও থাকছে 3ATM Water-Resistant সুবিধা। 

স্টোরেজ হিসাবে থাকবে 1GB RAM এবং 8GB ইন্টারনাল স্টোরেজ। এরই পাশাপাশি রয়েছে Bluetooth 5.0, Wi-Fi, GPS কানেক্টিভিটি। থাকছে বেশ কিছু Health-Centric ফিচার্সও। পাওয়া যাবে PPG Heart Rate Sensor, Blood-Oxygen Monitoring, Sleep Tracking এবং বেশ কিছু অসাধারণ Sports Modes। 

জানা গেছে স্মার্টওয়াচটি Wear OS দ্বারা পরিচালিত হবে। এখানেই শেষ নয় থাকছে Google Play Store, Google Assistant এবং Google Play Services সুবিধা। এটি মাত্র 30 মিনিটে 80% চার্জ প্রদান করে। আরও রয়েছে স্পিকারের সুবিধাও। ঘড়ির পাশে তিনটি বোতাম রয়েছে। 

দাম কত রাখা হয়েছে?

ভারতের বাজারে স্মার্টওয়াচটির দাম সংস্থার তরফ থেকে প্রকাশ করা হয়েছে। এই স্মার্টওয়াচের দাম শুরু হচ্ছে 24,995 টাকা থেকে। সর্বোচ্চ দাম রাখা হয়েছে 32,495 টাকা। এটি আপনি  Gold Glitz, Rose Gold, Rose Gold Glitz এই কয়েকটি কালার অপশনে পেয়ে যাবেন। 

জেনেনিন : এবার ডাউন Reliance Jio? সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে #jiodown

লঞ্চ অফার কেমন রয়েছে?

স্মার্টওয়াচটি কেনার ক্ষেত্রে আপনি পেয়ে যাবেন অতিরিক্ত ডিসকাউন্ট। সংস্থার তরফ থেকে স্মার্ট ওয়াচ এর দাম শুরু হচ্ছে নির্ধারিত মূল্যের পরিবর্তে 23,995 টাকা থেকে। এটি বিভিন্ন অনলাইন স্টোরের পাশাপাশি অফলাইন স্টোরেও উপলব্ধ হয়ে রয়েছে। কেমন লাগলো আপনার এই স্মার্টওয়াচ? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।