ভারতে এলো Mi Watch Revolve, পারবে কি মার্কেটের অন্যান্য ওয়াচের সাথে টেক্কা দিতে ?

আপনি আজকাল মার্কেটে বহু কোম্পানির স্মার্টওয়াচ পেয়ে যাবেন, কিন্তু সবকটি স্মার্টওয়াচে কিছু কিছু ফিচারের ল্যাক আছে, অর্থাৎ এটি আপনার সমস্ত প্রয়োজন মেটাতে অক্ষম। Apple ওয়াচ তুলে নেওয়ার আগে দু’বার ভাবার দরকার পড়ে না, কিন্তু Android ওয়াচের ক্ষেত্রে সমস্যাটি চোখে পড়ে।

গুগলের ওয়ারওস তেমন সফল হয়নি, এবং নির্মাতারা তাদের স্মার্টওয়াচগুলিকে কিভাবে আপগ্রেড করে সবার পছন্দমতো করতে পারে তার চেষ্টা করে চলেছে।এমন সময় শাওমি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করলো Mi ওয়াচ রিভলভ। চলুন দেখে নিই মি এর এই ওয়াচ কি পারবে অন্যান্য স্মার্টওয়াচ কে টেক্কা দিতে!

বাক্সটি খোলার পরে, আপনি যে প্রথম জিনিসটি দেখতে পাচ্ছেন তা হ’ল Mi ওয়াচ রিভলভ। শাওমি ঠিক স্যামসাংয়ের মতো একটি ট্রাডিশনাল সার্কুলার ডায়াল ইউস করেছে, অন্যদিকে Apple রেকটানগুলার ডায়াল বেশি পছন্দ করে।

শাওমি তার এই স্মার্টওয়াচটি কেবল একটি সাইজে রিলিজ করেছে, ওয়াচটির ডায়ামিটার 46 mm তাই যাদের হাত কিছুটা সরু তাদের হাতে ওয়াচটি অত্যধিক বড় মনে হবে। Midnight Black ও Chrome Silver এই দুই কালারে আপনি এই ওয়াচ পেয়ে যাবেন।

এই ওয়াচের 1.39-ইঞ্চি AMOLED ডিসপ্লেটিতে কর্নিং গরিলা গ্লাস 3 এবং একটি অ্যান্টি-স্ক্র্যাচ প্রলেপ রয়েছে, শাওমি ডায়াল বেজেলটি কিছুটা বাড়িয়েছে যখন ডিসপ্লেটি কিছুটা রিসেস করা হয়েছে। এটির ফলে স্ক্র্যাচ হওয়ার সম্ভাবনা হ্রাস হয়েছে।

এই ওয়াচের মধ্যে আপনি পেয়ে যাবেন দুটি বাটান। ওয়াচের পিছন দিকে নজর দিলে ঠিক সেন্টারে দেখতে পাবেন PPG হার্ট রেট সেন্সর।

এই অন্যান্য সেন্সর গুলো হল geomagnetic sensor, accelerometer, gyroscope, baraceptor ও ambient light sensor। এর অন্যান্য ফিচার গুলো হলো Bluetooth 5.0 LE as, GPS ও GLONASS ।

স্ট্র্যাপ ছাড়া এর ওয়েট মাত্র 40 গ্রাম। ওয়াচে রয়েছে 420 mah ব্যাটারি যা হার্ডলি 2 সপ্তাহ চলে যাবে।

Android ও iOs উভয় ডিভাইসেই আপনি এটি ইউস করতে পারবেন Xiaomi Wear app ইউস করে।

মি ব্যান্ড 5 এর আনবক্সিং ও ফার্স্ট ইম্প্রেশন দেখুন এখানে !

এমআই ওয়াচ রিভলভের ফিটনেস ফিচার্স গুলির মধ্যে রয়েছে এক্সারসাইজ, হার্ট-রেট, স্টেপ কাউন্ট, ডিস্টেন্স, স্লিপ এবং স্ট্রেস ট্র্যাকিং। অর্থাৎ 10,999 টাকা দামে কমপ্লিট প্যাকেজ। যদিও প্রথম দিকে কিনলে 9,999 টাকায় পেয়ে যাবেন এই স্মার্টওয়াচ।