আজ শুরু হচ্ছে Mi Watch Revolve Active এর প্রথম সেল, জেনেনিন স্পেসিফিকেশন্স, দাম, লঞ্চ অফার

এই মাসেরই গত 22 তারিখের শাওমির সব থেকে হালকা এবং পাতলা স্মার্টফোন Mi 11 Lite করে দিয়েছিল। তার সাথেই তারা তাদের নতুন একটি স্মার্টওয়াচ লঞ্চ করেছিল সেটি Mi Watch Revolve Active। আজকে শুরু হতে চলেছে এই স্মার্টওয়াচের প্রথম সেল। চলুন এই সম্পর্কে সমস্ত কিছু আমরা জেনে নেবে। স্মার্টওয়াচ এর দাম এবং তার সাথে এর সেল অফার কি রয়েছে সেটাও জানতে ভুলবো না। 

কোথায়, কখন শুরু হবে Mi Watch Revolve Active এর সেল? 

সেল শুরু হচ্ছে আজ দুপুর 12 টা থেকে। কিনতে পারা যাবে অ্যামাজন ইন্ডিয়া এবং তার সাথে Mi এর অফিশিয়াল অনলাইন স্টোর থেকে। 

Mi Watch Revolve Active এর দাম ও লঞ্চ অফার 

Mi Watch Revolve Active এর দাম 9,999 টাকা। কিন্তু Limited Period অফারে আজকে আপনি এটা পেয়ে যাবেন 8,249 টাকায়। শুধু মাত্র এখানেই শেষ নয় এর উপরেও অফার রয়েছে যেগুলো এই স্মার্টওয়াচ এর দাম কে বেশকিছুটা কমিয়ে দেবে। HDFC ব্যাংকের ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি পেয়ে যাবেন 750 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। 

তাই আপনি যদি এই Mi Watch Revolve Active কেনার কথা ভাবছেন ঠিক দুপুর 12 টায় আপনাকে যেতে হবে অ্যামাজন ইন্ডিয়া অথবা মি এর অফিশিয়াল ওয়েবসাইটে।

Mi Watch Revolve Active স্পেসিফিকেশন্স 

Mi Watch Revolve Active এর মধ্যে দারুন সমস্ত স্পেসিফিকেশনস রয়েছে। রয়েছে SPO2 Blood Oxygen Monitor এর সুবিধাও। পেয়ে যাবেন 3.53cm এর Always on Amoled Display। বিল্ট ইন অ্যামাজন এ্যালেক্সার (Amazon Alexa) সুবিধা থাকছে। সাথে 117 টি স্পোর্টস মোডস রয়েছে। রয়েছে অটোমেটিক ওয়ার্কআউট ডিটেকশনের মতো ফিচারস। 

জানেন কি : নির্দেশ পাওয়ার 24 ঘন্টার মধ্যেই রিমুভ করতে হবে ফেক একাউন্ট, নয়া IT Rule-এ আসছে এমনই নির্দেশ

Xiaomi ক্লেইম করছে 14 দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এই স্মার্টওয়াচটি তে। রয়েছে 12nm Built in GPS চিপ। পেয়ে যাবেন কল নোটিফিকেশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নোটিফিকেশনের সুবিধা। 117 টি স্পোর্টস মোডস এবং 17th প্রফেশনাল স্পোর্টস মোডস পাবেন।  

রয়েছে স্লিপ ট্রাকিং, Vital Signs Monitoring এর মত সুবিধাও। রয়েছে স্ট্রেস মনিটরিংয়ের সুবিধা, ব্রিদিং ট্রেনিংয়ের সুবিধাও থাকছে। তার সাথে হার্ট রেট মনিটরিং তো থাকছেই। রয়েছে VO2 Max যেটা কার্ডিওরেসপাইরেটোরী হেলথ এবং ওভারেল ফিটনেস সম্পর্কে আপনাকে জানাবে। 

রয়েছে হার্ট রেট এলার্টের মত সুবিধাও। এর ওজন মাত্র 32 গ্রাম। এই সমস্ত সুবিধা যুক্ত স্মার্টওয়াচটি যদি আপনি কিনতে চান তাহলে আজকের এই সেল মিস করবেন না। 

Mi Watch Revolve Active – Watchful Living Challenge

শ্রেষ্ঠ টেক-এর টেক আপডেট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সমস্ত লেটেস্ট আপডেট পেতে আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই জয়েন করুন।