Mi Watch Revolve Active লঞ্চ হয়ে গেল ভারতে, জেনে নিন এর স্পেসিফিকেশন্স, প্রাইস, অফার ও সেল ডেট

mi watch revolve active launched in india specifications price sale date offer
Mi Watch Revolve Active (Image Credit : Xiaomi)

আজকে Mi 11 Lite  স্মার্টফোনের সাথে লঞ্চ করে দেওয়া হয়েছে Mi Watch Revolve Active স্মার্টওয়াচটি। দারুন সমস্ত স্পেসিফিকেশনস রয়েছে এই স্মার্টওয়াচের। চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টওয়াচ সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিতভাবে।   

Mi Watch Revolve Active এর স্পেসিফিকেশন্স 

Mi Watch Revolve Active এর মধ্যে পেয়ে যাবেন 45.9mm এর সার্কুলার ডায়াল। তার মধ্যে রয়েছে 1.39 ইঞ্চির AMOLED ডিসপ্লে। ডিসপ্লের পিক ব্রাইটনেস 450 nits। রয়েছে Corning Gorilla Glass 3 এর প্রটেকশনের সাথে রয়েছে DLC কোটিং। 

এর মধ্যে পাবেন এক্সিলারেশন সেন্সর, জিওম্যাগনেটিক সেন্সর, হার্ট রেট সেন্সর, SpO2 সেন্সর, জায়রোস্কোপ, ব্যারোমিটার এবং আম্বিয়েন্ট লাইট সেনসর। ব্যবহার করা হয়েছে 12nm ফেব্রিকেশন প্রসেস যুক্ত চিপসেট। 

এর মধ্যে পেয়ে যাবেন 100 টিরও বেশি ওয়াচফেইস। যেগুলো আপনার এই স্মার্টওয়াচকে কাস্টমাইজ করতে সাহায্য করবে। আর 117 টি ওয়ার্ক ট্রাকিং মোডস পেয়ে যাবেন। সারাদিন ধরে হার্টবিট মনিটরিং (Heartbeat Monitoring) এর সুবিধা তো আছেই। পাবেন স্লিপ ডিটেকশন (Sleep Detection) ও ব্লাড অক্সিজেন ট্র্যাকিংয়ের (Blood Oxygen Tracking) সুবিধা। 

এটি 5ATM ওয়াটার রেসিস্ট্যান্ট। এটা পড়ে সাঁতার কাটলেও কোনরকম সমস্যা হবেনা আপনার। এর মধ্যে আপনার স্মার্টফোনে নোটিফিকেশন দেখতে পাবেন। পাবেন কল ম্যানেজ করতে। রয়েছে আমাজন আলেক্সা (Amazon Alexa) ইন্টিগ্রেসন। তার সাথে মিউজিক কন্ট্রোল করতে পারবেন। এলার্ম, ওয়েদার চেক ইত্যাদি নানান কাজ সেরে ফেলতে পারবেন।

এবার আসি স্মার্টওয়াচ এর ব্যাটারির ব্যাপারে। এর মধ্যে রয়েছে 420mAh এর ব্যাটারি। Xiaomi ক্লেইম করছে একবার ফুল চার্জ দিয়ে 14 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এই স্মার্টওয়াচ থেকে। চার্জ দেওয়ার জন্যও ঝামেলায় পড়তে হবে না আপনাকে। কারণ এর মধ্যে ম্যাগনেটিক চার্জিং পড (Magnetic Charging Pod) রয়েছে।  

জানেন কি : বহু নিষেধ সত্ত্বেও চীনের সাথে হচ্ছে ডেটা শেয়ার, এবার তদন্ত হতে পারে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার কর্মকান্ড নিয়ে

এই ম্যাগনেটিক চার্জিং পড এই স্মার্টওয়াচ কে 0 থেকে 100 পার্সেন্ট করে দেবে মাত্র দুই ঘণ্টার মধ্যে। এর মধ্যে মধ্যে রয়েছে Bluetooth v5.0 সাপোর্ট। অ্যান্ড্রয়েড, আইওএস দুই প্ল্যাটফর্ম এর জন্যই এই স্মার্টওয়াচ ব্যবহার করতে পারবেন। এটি সাপোর্ট করে Xiaomi Wear App, Starva ও Apple Health। 

Mi Watch Revolve Active স্মার্টওয়াচ এর দাম

স্মার্টওয়াচটির দাম রাখা হয়েছে 9,999 টাকা। তবে বেশ কিছু ইন্টারেস্টিং অফার রয়েছে। আর্লি বার্ড অফারে এই স্মার্টওয়াচ আপনি পেয়ে যাবেন 8,999 টাকায়। শুধু এটাই নয়। এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড ব্যবহার করলে পেয়ে যাবেন 750 টাকার অ্যাডিশনাল ডিসকাউন্ট।  

এই স্মার্টওয়াচের সেল শুরু হচ্ছে 25 জুন ঠিক দুপুর 12 টা থেকে। কিনতে পাওয়া যাবে অ্যামাজন, শাওমি অফিসিয়াল অনলাইন স্টোর এবং অথোরাইজ রিটেইল পার্টনার থেকে। অ্যামাজন থেকে যদি আপনি স্মার্টওয়াচ কেনেন এবং ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে 5% ক্যাশব্যাক পেয়ে যাবেন। 

Mi Watch Revolve Active