আজ শুরু হচ্ছে Mi 11 Lite এর প্রথম সেল এই বিষয়ে আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম। তারই সাথে নতুন লঞ্চ হওয়া Mi TV Webcam-এরও হবে আজকে প্রথম সেল। চলুন এই Mi TV Webcam সম্পর্কে সমস্ত কিছু ভালো করে জেনে নেওয়া যাক।
Mi TV Webcam স্পেসিফিকেশন্স
Mi TV Webcam-এর মধ্যে 2 মেগাপিক্সেলের সেন্সর পাওয়া যাবে, যার সাহায্যে 25fps-এ 1080p ভিডিও রেকর্ডিং করা যাবে। এর মধ্যে একটি ফিজিক্যাল স্লাইড থাকবে যার সাহায্যে লেন্সকে প্রয়োজন না হলে ঢাকা দিয়ে রাখা যাবে। ম্যাগনেটিক বেস থাকার জন্য খুব সহজেই তাকে টিভির সাথে এটাচ করে দেওয়া যাবে। রয়েছে ডুয়াল স্টিরিও মাইক্রোফোন।
এছাড়াও ব্যবহার করা হয়েছে 3D ইমেজ নয়েজ রিডাকশন এলগরিদম। এরমধ্যে USB Type C পোর্ট রয়েছে। যেটাকে USB Type A থেকে USB Type C ক্যাবল এর সাহায্যে কানেক্ট করা যাবে। এটা সাপোর্ট করে Google Duo ভিডিও কলিং। এন্ড্রয়েড টিভি 8 এবং তার ওপরের ভার্সনগুলোতে এটি সাপোর্ট করে। এমনকি উইন্ডোজ পিসির ক্ষেত্রেও এটি ব্যবহার করা যাবে। Mi TV Webcam টির সাইজ 80x35x67mm এবং এর ওজন মাত্র 45.6 grams।
জানেন কি : Tide-এর সাথে পার্টনারশিপে স্পেশাল ডিটারজেন্ট তৈরি করছে NASA, মহাকাসচারীদের জন্যই এই ব্যবস্থা
Mi TV Webcam এর দাম
Mi TV Webcam-এর দাম রাখা হয়েছে মাত্র 1,999 টাকা। সেল শুরু হবে আজ দুপুরে 12 টায়। কিনতে পারে যাবে Mi India অফিসিয়াল ওয়েবসাইট, Mi Home ও Mi Store থেকে। তাই আপনি যদি ভালো ওয়েবক্যাম কিনতে চান অবশ্যই আজ দুপুরে 12 টাতেই এই Mi TV Webcam কে কিনতে পারবেন।
শ্রেষ্ঠ টেক-এর টেক আপডেট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সমস্ত লেটেস্ট আপডেট পেতে আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই জয়েন করুন।