এসে গেছে Mi TV 5X সিরিজ, জেনেনিন স্পেসিফিকেশনস, দাম এবং সেল Date সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে

সম্প্রতি Smarter Living 2022 ইভেন্টের মাধ্যমে ভারতের বাজারে Xiaomi সংস্থা লঞ্চ করে দিল Mi TV 5X লাইন আপের তিনটি অসাধারণ Smart TV। এর আগে আমরা Mi TV 4X সিরিজে 43-Inch, 50-Inch, এবং 55-Inch সাইজের তিনটি ভিন্ন মডেল দেখতে পেয়েছিলাম। ঠিক এই সিরিজেও থাকছে একই মডেল। তবে এক্ষেত্রে স্পেসিফিকেশন এবং ডিজাইন আগের থেকে বেশ উন্নত রয়েছে। 

Mi TV 5X 43, 50, এবং 55 মডেল স্পেসিফিকেশনস

Mi TV 5X 43, 50, এবং 55 মডেলগুলিতে প্রধানত আকার এবং শব্দ আউটপুটের ক্ষেত্রে তারতম্য রয়েছে। 43 ইঞ্চি মডেলটিতে আপনি পেয়ে যাবেন 30W Dual স্পিকার, যেখানে 50 ইঞ্চি এবং 55 ইঞ্চি মডেলের মধ্যে 40W Stereo Speaker বিদ্যমান রয়েছে। এছাড়াও তিনটি মডেলের মধ্যেই আপনি পেয়ে যাবেন 3840×2160 Pixel রেজুলেশন যুক্ত 4K HDR Display। এছাড়াও পাবেন Dolby Vision, HDR10+, HDR10, HLG সাপোর্ট সিস্টেম। 

আরও রয়েছে Vivid Picture Engine 2, 1 Billion Colours, এবং DCI P3 Wide Color Gamut। Mi TV গুলি eARC, BLE Bluetooth 5.0, Dual-Band Wi-Fi 802.11 a/b/g/n/ac, Dolby Atmos এবং DTS-HD সমর্থন করে। কানেক্টিভিটি অপশনে রয়েছে তিনটি HDMI 2.1 পোর্ট, দুটি USB পোর্ট, একটি Ethernet পোর্ট, একটি Optical পোর্ট, একটি 3.5mm Headphone Jack এবং AV ইনপুট। 

জেনেনিন : সস্তার স্মার্টফোন JioPhone Next-এর প্রি-বুকিং শুরু হতে চলেছে, এক নজরে জেনে নিন বিস্তারিতভাবে সমস্ত কিছু

এই লাইনআপের টিভি গুলি নির্মিত হয়েছে 64-bit Quad-Core A55 CPU এবং Mali G52 MP2 দ্বারা। একই সাথে স্টোরেজ হিসাবে আপনি পেয়ে যাবেন 2GB RAM এবং 16GB ইন্টার্নাল স্টোরেজ। এটি PatchWall 4 উপর ভিত্তি করে Android TV 10 দ্বারা পরিচালিত হতে চলেছে। Mi TV 5X সিরিজ হল ভারতের প্রথম স্মার্ট টিভি যার মধ্যে IMDB রেটিং অন্তর্ভুক্ত রয়েছে।

দাম কত রাখা হয়েছে?

Mi TV 5X 43-Inch 4K মডেলের ভারতীয় মুদ্রায় দাম রাখা হয়েছে 31,999 টাকা। একই সাথে Mi TV 5X 50-Inch 4K মডেলের জন্য আপনাকে খরচ করতে হবে 41,999 টাকা। এরই পাশাপাশি Mi TV 5X 55-Inch দাম নির্ধারণ করা হয়েছে 47,999 টাকা।

সেল Date কবে রাখা হয়েছে?

ইতিমধ্যে সংস্থার তরফ থেকে সেল Date ঘোষণা করা হয়েছে। Mi TV 5X সিরিজের প্রথম সেল শুরু হবে আগামী 7-ই সেপ্টেম্বর ঠিক দুপুর 12 টায়।গ্রাহকরা এটি mi.com, Flipkart, Mi Home, Mi Studio, এবং Croma এর মাধ্যমে কিনে নিতে পারবেন। কেমন লাগলো আপনার এই Mi TV 5X সিরিজ? তা আমাদের জানাতে ভুলবেন না।