3499 টাকায় লঞ্চ হয়ে গেল Mi Smart Band 6, রয়েছে চোখ ধাঁধানো স্পেসিফিকেশন্স, এখুনি দেখেনিন সমস্ত কিছু বিস্তারিত ভাবে

Mi Smart Band 6 ShresthoTech
Mi Smart Band 6 (Image:Xiaomi)

অবশেষে ভারতে লঞ্চ করে দেওয়া হয়েছে Mi Smart Band 6, যার মধ্যে দুর্দান্ত সমস্ত স্পেসিফিকেশন্স রয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই জনপ্রিয় স্মার্ট ফিটনেস ব্যান্ড সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত ভাবে। 

Mi Smart Band 6-এর স্পেসিফিকেশন্স 

Mi Smart Band 6-এর মধ্যে রয়েছে 1.56 ইঞ্চির এমোলেড টাচস্ক্রিন ডিসপ্লে। যেটা আগের Mi Smart Band 5-এর তুলনায় অনেকটাই বড়। এর মধ্যে রয়েছে 30 টি স্পোর্টস মোডস (Sports Modes)। তার মধ্যে রয়েছে HIIT, বক্সিং, বাস্কেটবল, আইস স্কেটিং এর মত স্পোর্টস গুলো। এমনকি এলিপটিক্যাল, রোয়িং, ট্রেডমিল, ওয়াকিং, ট্রেডমিল রানিং, সাইক্লিং এর মত এক্টিভিটিস গুলোকে এই ফিটনেস ব্যান্ড অটোমেটিক ট্র্যাক করে নিতে পারবে।

শাওমি জানাচ্ছে একবার ফুল চার্জ দিয়ে 14 দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এই Mi Smart Band 6 থেকে। এর মধ্যে রয়েছে 125mAh-এর ব্যাটারি। যেটাকে ম্যাগনেটিক চার্জার ব্যবহার করে মাত্র দু ঘন্টায় ফুল চার্জ দিয়ে নেওয়া যাবে। আর যদি আপনি হেভি ইউজ করেন তাহলে পাঁচ দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে একবার ফুল চার্জে। এছাড়াও এরমধ্যে সেভিং মোড রয়েছে। যেটা ব্যবহার করে 19 দিন এর ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।

জেনেনিন : WhatsApp Message-এ আসতে চলেছে Emoji Reaction ফিচার, খুশি সকলেই

Mi Smart Band 6-এর মধ্যে 24X7 ব্লাড প্রেসার মনিটরিংয়ের সুবিধা রয়েছে। রয়েছে হার্টবিট মনিটরিংয়ের সাথে স্লিপ ট্র্যাকিংয়ের ব্যবস্থাও। তারপর SPO2 মনিটরিং থেকে শুরু করে ব্লাড অক্সিজেন স্যাচুরেশন মনিটরিং এর মতো গুরুত্বপূর্ণ ফিচারগুলো এর মধ্যে উপস্থিত থাকছেই। রয়েছে 5ATM ওয়াটার রেসিস্টেন্ট এর সুবিধাও। সমস্ত কিছু মিলিয়ে Mi Smart Band 6 রীতিমতো চমকপ্রদ একটি স্মার্ট ব্যান্ড সে আর বলতে হয় না। 

Mi Smart Band 6-এর দাম এবং সেল ডেট 

ভারতে এই স্মার্ট ব্যান্ডটি 4 টি কালার ভেরিয়েন্টে অ্যাভেইলেবল হবে। সেগুলি হল লাইট গ্রীন, ব্লু, অরেঞ্জ এবং মেরুন। এর দাম রাখা হয়েছে 3,499 টাকা। এই মাসেরই 30 তারিখে এই Mi Smart Band 6 এর প্রথম সেল রয়েছে দুপুর 12 টা থেকে।

কেনা যাবে MI এর অফিসিয়াল স্টোর। তার সাথে এমআই হোম স্টোর থেকে। তাছাড়াও পাওয়া যাবে Amazon India থেকেও। কেমন লাগলো এই জনপ্রিয় ফিটনেস ব্যান্ড আপনার? অবশ্যই জানাতে ভুলবেন না।