Xiaomi-র Mi Pad 5-এ থাকছে Smart Stylus এর সাপোর্ট! দেখেনিন এর লঞ্চ ডেট, এক্সপেক্টেড স্পেসিফিকেশন্স

Xiaomi Mi Pad 5 ShresthoTech

অবশেষে প্রকাশিত হয়ে গেল Mi Pad 5-এর লঞ্চ ডেটও। আগস্ট মাসের 10 তারিখে Mi Mix 4 এর সাথেই লঞ্চ হবে এটি। মনে করা হচ্ছে থাকছে 8720mAh এর ব্যাটারি। আছে আরও চমক। দেখেনিন এর এক্সপেক্টেড স্পেসিফিকেশনস।  

Mi Pad 5-এ থাকছে Smart Stylus এর সাপোর্ট

আগস্ট মাসের 10 তারিখে লঞ্চ হতে চলেছে শাওমির Mi Mix 4 স্মার্টফোনটি। এই নিয়ে রীতিমতো এক্সাইটেড সকলেই। ইতিমধ্যেই এই এর সমস্ত স্পেসিফিকেশন্স আপনাদের জানিয়েছি আমরা আগেই। এবার শাওমি কনফার্ম করে দিল যে এই লঞ্চ ইভেন্টেই তারা লঞ্চ করতে চলেছে Mi Pad 5 কে। এই প্রিমিয়াম ট্যাবলেটের সাথে পাওয়া যাবে Smart Stylus এর সুবিধাও। 

দেখে নেওয়া যাক এই Mi Pad 5 এর এক্সপেক্টেড স্পেসিফিকেশন্স। শাওমির এই Mi Pad 5 আগামী আগস্ট মাসের 10 তারিখে Mi Mix 4 এর সাথে লঞ্চ হতে চলেছে। এই ডিভাইসের মধ্যে স্মার্ট স্টাইলাস সাপোর্ট থাকবে সেটা শাওমির পাবলিশ করা এক ছবি দেখেই কনফার্ম হয়ে গেছে। তারই সাথে FCC ওয়েবসাইটে এর মডেল নাম্বার M2107K81PC দেখতে পাওয়া গেছে ইতিমধ্যেই।

মনে করা হচ্ছে এর মধ্যে থাকবে 10.95 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে। এর রিফ্রেশ রেট হতে পারে 120Hz এর। শুধু মাত্র এখানেই থেমে থাকছে না এর চমক। প্রকাশিত ছবি দেখে বোঝা যাচ্ছে এর মধ্যে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে। থাকবে ফ্ল্যাশ এর সুবিধাও। ট্যাবের ব্যাক সাইডে ক্যামেরা আইল্যান্ডের ওপর প্লেস করা থাকবে এই ফ্ল্যাশ। এই ক্যামেরা আইল্যান্ডও স্কয়ার শেপের।

জেনেনিন : 6000 টাকা দাম কমে গেল 7000mAh ব্যাটারি যুক্ত Samsung Galaxy F62 স্মার্টফোনের, সাথে থাকছে আরও অফার, এখুনি জেনেনিন

মনে করা হচ্ছে 20 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে এবং তার সাথে 13 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা থাকবে। প্রসেসর হিসেবে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870। আর এই ট্যাবের আর একটা ভেরিয়েন্ট এর মধ্যে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 860 চিপসেট।

সিকিউরিটির জন্য থাকতে পারে ফেস আনলক এর সুবিধা এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যেটা থাকবে পাওয়ার বাটনের মধ্যেই। ব্যাটারি হিসাবে থাকতে পারে 8720mAh এর ব্যাটারি। তবে এর দাম কত হবে সেই বিষয়ে এখনও কোনোরকম হিন্টস পাওয়া যায়নি।