লঞ্চ হয়ে গেল Mi Pad 5 এবং Mi Pad 5 Pro, জেনেনিন স্পেসিফিকেশন্স এবং দাম সমস্ত কিছু বিস্তারিত ভাবে

Xiaomi সংস্থার তরফ থেকে দীর্ঘ তিন বছর পর চলে এল দুটি অসাধারণ ট্যাবলেট। ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়ে গেছে Mi Pad 5 এবং Mi Pad 5 Pro। রয়েছে দুর্দান্ত স্পেসিফিকেশন্স। চলুন জেনে নেওয়া যাক সমস্ত কিছু বিস্তারিত ভাবে।

Mi Pad 5 এবং  Mi Pad 5 Pro দাম কত রাখা হয়েছে?

Mi Pad 5 এর 6GB + 128GB Wi-Fi মডেলের দাম রাখা হয়েছে RMB 1,999 অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় 23,000 টাকা। একই সাথে 6GB + 256GB Wi-Fi মডেলর জন্য আপনাকে খরচ করতে হবে RMB 2,299। অর্থাৎ আমাদের দেশে যা প্রায় 26,400 টাকা। এটি আপনি Black, White এবং Green এই তিনটে কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন। 

অপরদিকে Mi Pad 5 Pro ক্ষেত্রে 6GB + 128GB Wi-Fi Only ভেরিয়েন্ট এর দাম RMB 2,499 অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা 28,700 টাকা। এরই সাথে অন্য একটি ভেরিয়েন্ট 6GB + 256GB Wi-Fi মডেলের দাম RMB 2,799 অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা 32,200 টাকা। 

এছাড়াও Mi Pad 5 Pro Top-End মডেলের 8GB + 256GB 5G ভার্সনের জন্য আপনাকে খরচ করতে হবে RMB 3,499 অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে 40,200 টাকা। এটি Black এবং White এই দুটি কালার ভেরিয়েন্ট উপলব্ধ রয়েছে। 

Mi Pad 5 স্পেসিফিকেশন্স

এটির মধ্যে আপনি পেয়ে যাবেন 11-inch WQXGA Display। একই সঙ্গে পাবেন 16:10 Aspect Ratio, 120Hz Refresh Rate, 240Hz Sampling Rate, Dolby Vision, HDR10, TrueTone True olour Display। এটি নির্মিত হয়েছে Qualcomm Snapdragon 860 Processor দ্বারা। এছাড়াও রয়েছে Adreno 640 GPU। 

জানা গেছে Android 11 MIUI 12.5 এটির মধ্যে উপস্থিত রয়েছে। ক্যামেরা হিসেবে রয়েছে 13MP রিয়ার ক্যামেরা। একই সাথে রয়েছে 8MP সেলফি ক্যামেরা। এটির মাধ্যমে আপনি 4K ভিডিও বানাতে সক্ষম হবেন। এখানেই শেষ নয়, এরই পাশাপাশি রয়েছে 8720mAh Battery এবং 33W ফাস্ট চার্জিং সাপোর্ট। 

ট্যাবলেটের পরিমাণ রাখা হয়েছে 254.69 x 166.25mm x 6.85mm। এবং এর ওজন রাখা হয়েছে 511 গ্রাম। এছাড়াও ইনক্লুড রয়েছে Dolby Atmos, Quad-Speakers, 3.5mm Audio Jack, Dual-Band Wi-Fi, Bluetooth 5.0, GPS এবং USB Type-C পোর্ট। 

Mi Pad 5 Pro স্পেসিফিকেশন্স

এই ট্যাবলেট এর মধ্যে রয়েছে 11-Inch WQXGA Display। একই সঙ্গে রয়েছে 120Hz Refresh Rate, 240Hz Sampling Rate, Dolby Vision, HDR10। প্রসেসর হিসাবে উপস্থিত রয়েছে Qualcomm Snapdragon 870 SoC। এছাড়াও পাবেন Adreno 650 GPU। একটি পরিচালিত হবে Android 11-Based MIUI 12.5 দ্বারা। আরও পাবেন Dual-Band Wi-Fi, Bluetooth 5.2, GPS এবং USB Type-C পোর্ট।

Mi Pad 5 Pro Wi-Fi Only ভেরিয়েন্ট আপনি পেয়ে যাবেন 13MP Primary Camera এবং Portrait Shots জন্য 5MP Depth Sensor। অন্যদিকে Mi Pad 5 Pro 5G মডেলটির মধ্যে রয়েছে 50MP Primary Sensor এবং 5MP Depth Sensor। একই সাথে পাবেন 8MP ফ্রন্ট ক্যামেরা। Mi Pad 5 Pro 67W ফাস্ট চার্জিং সাপোর্টসহ 8,600mAh ব্যাটারি রয়েছে যা 67 মিনিটে 0 থেকে 100% চার্জ সম্পন্ন হয়। 

জেনেনিন : নতুন রূপে লঞ্চ হল Vi 449 টাকার Prepaid Plan, Zee5 Premium সাবস্ক্রিপশন সাথেই পাবেন দ্বিগুন Data! এক নজরে জেনেনিন প্ল্যানটির সমস্ত কিছু

এর পরিমাপ 254.69x 166.25 × 6.86mm এবং ওজন 515 গ্রাম। একই সাথে 5G মডেলের ওজন 518 গ্রাম। ট্যাবলেটটির মধ্যে Dolby Atmos 8 টি Speaker রয়েছে। এখানেই শেষ নয়, পাবেন Keyboard Protective Case যেটির মধ্যে 63 টি Keys, Independent ESC এবং Task Key রয়েছে। যার মধ্যে 4,096 Pressure Sensitivity এবং 240Hz Touch Sampling Rate বিদ্যমান। এটির ওজন মাত্র 12.2 গ্রাম। এটি 8 ঘণ্টারও বেশি সময় ধরে ব্যাটারি লাইফ প্রদান করে এবং মাত্র 18 মিনিটে দ্রুত চার্জ হয়ে যায়। 

চিনের গ্রাহকরা উল্লেখ্য প্রোডাক্টগুলো আগামী আগস্ট মাসের 16 তারিখ থেকে কিনতে পারবেন। একই সাথে সংস্থা Keyboard Case এবং Stylus Pen প্রকাশ করেছে। যার সম্ভাব্য দাম রাখা হয়েছে যথাক্রমে RMB 399 অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে 4,600 টাকা এবং RMB 349 ভারতীয় মুদ্রায় যা প্রায় 4,000 টাকা। 

ভারতের বাজারে প্রোডাক্টগুলি কবে উপলব্ধ হবে সেই তথ্য এখনো সংস্থার তরফ থেকে পাওয়া যায়নি। কেমন লাগলো এই প্রোডাক্ট গুলির স্পেসিফিকেশন্স আপনার? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।