আজই শুরু হচ্ছে Mi 11 Lite এর প্রথম সেল, দেখে নেওয়া যাক এর স্পেসিফিকেশন্স, প্রাইস ও অফার

mi 11 lite ShresthoTech
Mi 11 Lite (Xiaomi)

গত সপ্তাহে Xiaomi লঞ্চ করে দিয়েছিল এখনো পর্যন্ত তাদের সব থেকে হালকা এবং সব থেকে পাতলা স্মার্টফোন। যেটা Mi 11 Lite। আর আজকেই শুরু হচ্ছে স্মার্টফোনের প্রথম সেল। শুরু হবে দুপুর 12 টা থেকে। চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোন সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত ভাবে। তার সাথে কোথা থেকে কিনবেন, এর দাম এবং অফার, সমস্ত কিছু জেনে নেব এখানে। 

কবে কোথায় শুরু হচ্ছে স্মার্টফোনের সেল?

Mi 11 Lite স্মার্টফোনের প্রি-অর্ডার গত 25 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছিল। আজকে শুরু হবে এই স্মার্টফোনের প্রথম সেল। স্মার্টফোনটি কেনা যাবে ফ্লিপকার্ট থেকে এবং তার সাথে মি ইন্ডিয়া অফিশিয়াল ওয়েবসাইট, অফিশিয়াল স্টোর থেকে। সেল শুরু হবে আজ দুপুরে 12 তা থেকে। 

Mi 11 Lite-এর স্পেসিফিকেশনস 

Mi 11 Lite-এর মধ্যে রয়েছে 6.5 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। পাওয়া যাবে 90 Hz এর রিফ্রেশ রেট ও 240 Hz এর টাচ স্যাম্পলিং রেট। আছে 4,250 mAh এর ব্যাটারি আর এই ব্যাটারীতে চার্জ দেওয়ার জন্য 33W এর ফাস্ট চার্জার। শুধুমাত্র 4G কানেকটিভিটির সাথেই এই স্মার্টফোনটিকে লঞ্চ করা হয়েছে। 

ক্যামেরা হিসাবে এর মধ্যে পাওয়া যাবে ট্রিপল ক্যামেরা (Triple Camera) সেটআপ। যার মধ্যে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেল টেলি ম্যাক্রো লেন্স রয়েছে। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।  

জানেন কি : শীঘ্রই POCO নিয়ে আসছে তাদের অডিও প্রোডাক্ট, POCO Bluetooth Wireless Neckband

এবার আসি প্রসেসর এর ব্যাপারে। এর মধ্যে পাওয়া যাবে Qualcomm Snapdragon 732G প্রসেসর। আর থাকছে 8GB RAM ও 128GB স্টোরেজ ও 6GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্ট। অবশ্য স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে 512 GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। 

স্মার্টফোনটি রান করে Android 11 এর উপর ভিত্তি করে Miui 12-এ। রয়েছে WiFi 6 ও Bluetooth 5.2 সাপোর্ট। পাওয়া যাবে ডুয়াল স্টিরিও স্পিকারস এবং Wired ও Wireless হেডফোনের ক্ষেত্রে Hi-Res অডিও সাপোর্ট। 

Mi 11 Lite-এর দাম ও অফার

Mi 11 Lite- দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 6GB RAM ও 128GB স্টোরেজ এবং তার সাথে 8GB RAM ও 128GB স্টোরেজ। 6GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 20,499 টাকা এবং 8GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 22,499 টাকা। আপনি যদি HDFC ব্যাংক এর কাস্টমার হন তাহলে 1,500 টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন। তাহলে দেরি কেন? এই স্মার্টফোন যদি আপনি কিনতে চান ঠিক দুপুর বারোটায় থেকে কেনার সুযোগ পাবেন আপনি।