লঞ্চের মাত্র এক সপ্তাহের মধ্যেই বিক্রি হয়েছে 200 কোটি টাকার Mi 11 Lite, অভাবনীয় এই সাফল্যের কথা জানালো Xiaomi

Mi 11 Lite ShresthoTech

মাত্র 1 সপ্তাহ আগেই লঞ্চ হয়েছে শাওমির Mi 11 Lite স্মার্টফোনটি। এখনো পর্যন্ত সব থেকে হালকা এবং পাতলা স্মার্টফোন হল এটাই। আর এই এক সপ্তাহের মধ্যেই অভাবনীয় সাফল্য পেয়েছে এই স্মার্টফোন। মোট বিক্রি হয়েছে 200 কোটি টাকার Mi 11 Lite ইউনিট।

Mi 11 Lite বিক্রি হয়েছে 200 কোটি টাকার 

এই মাসের 22 তারিখে লঞ্চ হয়েছে Mi 11 Lite স্মার্টফোনটি। প্রি-অর্ডার আগে শুরু হয়ে গেলেও প্রথম সেল শুরু হয় আজ থেকে মাত্র 5 দিন আগে। আর তারই মধ্যে অভাবনীয় সাফল্য পেয়েছে এই স্মার্টফোনটি। এর সাফল্য কে এককথায় অবিশ্বাস্য বললেও কম বলা হয়। কারণ মাত্র এক সপ্তাহের মধ্যে 200 কোটি টাকা এই স্মার্টফোন বিক্রি হয়ে গেছে।

জানেন কি : ছিল গাড়ি হয়ে গেল এরোপ্লেন, কল্পবিজ্ঞানের উড়ন্ত গাড়ি এখন সত্যি, AirCar কমপ্লিট করে ফেলল তার প্রথম টেস্ট ফ্লাইট

এতদিন শাওমি কে আমরা Flash সেলে বিভিন্ন ধরনের রেকর্ড ব্রেক করতে দেখতাম। মুহূর্তের মধ্যে শেষ হয়ে যেত তাদের প্রোডাক্ট। আর এবার সবথেকে পাতলা এবং হালকা স্মার্টফোনটি করে নিল আরেক রেকর্ড। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে Xiaomi-র তরফ থেকে একটি টুইট করা হয়েছে। যেখানে এই সাফল্যের কথা জানিয়ে তারা ধন্যবাদ জানাতে ভোলেননি তাদের ফলোয়ারসদের। 

এক ঝলকে আমরা দেখেনেব এই Mi 11 Lite এর স্পেসিফিকেশন্স

Mi 11 Lite-এর মধ্যে রয়েছে 6.55 ইঞ্চি Full HD+ AMOLED ডিসপ্লে। রয়েছে Qualcomm Snapdragon 732G প্রসেসর। রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। আরে ওজন মাত্র 157 গ্রাম। 

Mi 11 Lite

সমস্ত কিছু মিলিয়ে যারা কম্প্যাক্ট এবং লাইটওয়েট স্মার্টফোন চান তাদের জন্য এটি দারুণ অপশন হয়ে যায়। সেইজন্যই মনে করা হচ্ছে এই অভাবনীয় সাফল্য পেয়েছে শাওমির এই Mi 11 Lite। কেমন লাগলো আপনার এই স্মার্টফোন?