গত মে মাসে শাওমি লঞ্চ করে দিয়েছিল তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Mi 10। যার মধ্যে ছিল দুর্ধর্ষ স্পেসিফিকেশন্স। এবার স্বল্প-সময়ের অফারে এই স্মার্টফোনটিই পাওয়া যাবে 10,000 টাকার হিউজ ডিস্কাউন্টে। এই অফার মিস করবেন না। এখনই জেনে নিন বিস্তারিত।
Mi 10 স্মার্টফোনটি পেয়ে যাবেন 10,000 টাকার হিউজ ডিস্কাউন্টে
আপনি যদি এখন Mi 10 স্মার্টফোনটি কিনতে চান তাহলে লিমিটেড টাইম অফার হিসাবে পেয়ে যাবেন 10,000 টাকা ডিসকাউন্ট। এই ডিসকাউন্ট আপনি পাবেন এই স্মার্টফোনের 8GB-256GB ভেরিয়েন্ট এর ক্ষেত্রে। আপনি যদি এখন 8GB-256GB ভেরিয়েন্টটি অ্যামাজনে খেয়াল করেন তাদের সেখানে দেখবেন 10,000 টাকার কুপন দেওয়া রয়েছে। সেখানে Apply Rs 10,000 Coupon অপশনটিতে ক্লিক করতে হবে। তখন স্মার্টফোনটি মাত্র 44,999 টাকায় কিনতে পারবেন আপনি।
আজ 28 আগস্ট লেখার সময় পর্যন্ত এই অফারটি উপলব্ধ রয়েছে। আপনি যদি এই স্মার্টফোনটি নিতে চাইছিলেন তাহলে দেরি করবেন না। এখনই ভিজিট করুন অ্যামাজন। এক ঝলকে দেখে নেওয়া যাক Mi 10-এর স্পেসিফিকেশন্স।
Mi 10-এর স্পেসিফিকেশন্স
Mi 10 এর মধ্যে রয়েছে 6.5 ইঞ্চির AMOLED ডিসপ্লে। রয়েছে Gorilla Glass 5 এর প্রটেকশন। রয়েছে 108MP, 13MP, 2MP এবং 2MP এর ক্যামেরা। পাওয়া যাবে 20MP সেলফি ক্যামেরা। রয়েছে 4780mAh এর ব্যাটারি। সাথে থাকছে 30W Wired Charging ও 10W এর Wireless Charging সাপোর্ট। এর ওজন 208 গ্রাম। রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
সমস্ত লেটেস্ট টেক আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।