বহু প্রতিক্ষার পর রিলিজ হলো শাওমির মি 10 5G।
আজ দুপুর 12 টায় ওই লঞ্চ ইভেন্টে একই সাথে লঞ্চ হলো মি বক্স 4K,মি ওয়্যারলেস চার্জার এবং মি ট্রু ওয়্যারলেস ইয়ারফোন 2 ভারতে লঞ্চ করেছে।
কি কি ফিচার থাকছে মি 10 এ ?
এই ফোনে থাকছে লেটেস্ট 5G ক্যানেক্টিভির সাথে ডুয়াল ন্যানো সিম।
MIUI স্কিন দ্বারা পরিচালিত লেটেস্ট অ্যান্ড্রয়েড 10 পাওয়া যাবে।
90Hz রিফ্রেশ রেট ও 180Hz টাচ-স্যাম্পলিং রেটসহ থাকছে 6.67-ইঞ্চির full-HD+ (1,080×2,340 পিক্সেলস) 3D কার্ভড E3 AMOLED ডিসপ্লে।
এই ফোনে 1,120 নিটস পিক ব্রাইটনেস আর ডটডিসপ্লে পাওয়া যাবে।
প্রসেসর Qualcomm Snapdragon 865 এর সাথে LPDDR5 এর 8GB RAM থাকছে।
এই ফোনের অন্যতম ফিচার হলো LiquidCool 2.0 Vapor Chamber যেটি থার্মাল ম্যানেজমেন্টের জন্য তৈরি।
ব্যাকে থাকছে কোয়াড রেয়ার ক্যামেরা। সাত পিস লেন্স ও অপটিক্যাল ইমেজ স্টেবিলিস্টিং (OIS) ফিচারসহ প্রাইমারি ক্যামেরা 108 মেগাপিক্সেল।
ব্যাকে আরো থাকছে 113 ডিগ্রী ফিল্ড অফ ভিউসমেত 13-মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স আর একজোড়া 2 মেগাপিক্সেল ক্যামেরা।
ক্যামেরা অ্যাপটি হবে দারুন। এতে থাকবে Focus Peaking, Exposure Verification, HEIF Support, and LOG Mode এর মত দুর্দান্ত ফিচারস।
সেলফি ক্যামেরা 20 মেগাপিক্সেল। ফোনটিতে পাবেন প্রিলোডেড AI 2.0 টেকনোলজি যা সঠিকভাবে এক্সপোজার, কালার, ব্রাইটনেস সরবরাহ করবে।
আরও জানুন : ভারতের বাজারে কি শীঘ্রই লঞ্চ হতে চলেছে পোকো F2 Pro ? জেনে নিন বিস্তারিত !
দুটি স্টোরেজ ভারিয়েন্ট পাওয়া যাবে। UFS 3.0 এর 128GB আর 256GB ইন্টারণাল স্টোরেজ অপশন থাকবে কিন্তু এই স্টোরেজ microSD কার্ড ইউস করে বাড়ানো যাবেনা।
30W ফাস্ট চারজিং সাপোর্টসহ ব্যাটারি 4,780mAh। তার দিয়ে বা ওয়্যারলেস দুভাবেই চার্জ করা যাবে।
শুধু তাই নয় 10W রিভার্স চারজিং ফিচার থাকছে।
দাম হবে 49,999 (128GB) বা 54,999(256GB)।
প্রি-অর্ডার কি শুরু হয়ে গেছে ?
হ্যাঁ,আজ থেকেই প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। প্রি-অর্ডার করলে পাবেন 10000mAh Mi Wireless Power Bank ।
HDFC ব্যাংক কার্ড দিয়ে পে করলে 3000 টাকা ছাড় পাবেন।
থাকছে নো-কস্ট EMI অপশন ।