7700mAh ব্যাটারি, 128GB ইন্টারনাল স্টোরেজের সাথে Lenovo Tab P11 লঞ্চ হয়ে গেল, অনলাইন ক্লাস বা মিডিয়া কঞ্জামসনের জন্য দারুন

Lenovo Tab P11 ShresthoTech

এই বছরের প্রথমেই গ্লোবাল মার্কেটে লঞ্চ করে দেওয়া হয়েছিল এই ট্যাবলেটকে। অবশেষে ভারতে লেনোভো লঞ্চ করে দিল তাদের ট্যাবলেট। যার নাম তারা রেখেছে Lenovo Tab P11। চলুন এই ট্যাব সম্পর্কে সমস্ত কিছু জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে। 

Lenovo Tab P11 স্পেসিফিকেশন্স

Lenovo Tab P11 স্পেসিফিকেশনস এর ব্যাপারে আগে জেনে নেওয়া যাক। এর মধ্যে রয়েছে 11 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। রেজুলেশন 1200 x 2000 pixels। স্ক্রিন টু বডি রেশিও 81.8%। ক্যামেরার কথা বলতে গেলে এই Lenovo Tab P11 এর মধ্যে রয়েছে 13 মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরা। তার সাথে রয়েছে 8 মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা।

প্রসেসর হিসেবে এই ট্যাবলেটে আপনি পেয়ে যাবেন Qualcomm Snapdragon 662 চিপসেট। এটি একটি অক্টা-কোর প্রসেসর। তার সাথে পাবেন 4GB ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট। ইন্টারনাল স্টোরেজ কে আপনি পরবর্তীকালে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে বাড়িয়ে নিতে পারবেন। 

জেনেনিন : Amazon Prime Day Sale উপলক্ষে Mi 11 Lite পেয়ে যেতে পারেন মাত্র 5,240 টাকায়! মাথা খারাপ করে দেওয়া অফার

এবার আসা যাক এই ট্যাবলেটের ব্যাটারির ব্যাপারে। এর মধ্যে রয়েছে 7700mAh এর ব্যাটারি। এটা 12 ঘন্টার ভিডিও প্লেব্যাক টাইম দেবে আপনাকে।রয়েছে LTE support, Wi-Fi /b/g/n/ac, Bluetooth v5.1, GPS, USB Type C পোর্ট। রয়েছে 20W এর ফাস্ট চারজিং সাপোর্ট।

এবার জেনে নেওয়া যাক এই ট্যাবলেট এর দাম সম্পর্কে। এই ট্যাবলেটটি আপনি পেয়ে যাবেন 4GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজের সাথে। আর এর দাম রাখা হয়েছে 24,999 টাকা। অ্যামাজনের মাধ্যমে বিক্রি হচ্ছে এই ট্যাব এবং প্রাইম মেম্বারদের জন্য এর শিপমেন্ট শুরু হবে আগস্টের 5 তারিখ থেকে।