অফিশিয়ালি জানা গেল Lenovo Legion Y90 স্মার্টফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন্স, এখনই দেখেনিন সমস্ত কিছু বিস্তারিত ভাবে

বেশ কিছুদিন যাবৎ Lenovo সংস্থা Legion Y90 স্মার্টফোন ব্যাপক ভাবে টিজ করে চলেছে। সম্প্রতি কোম্পানির অফিশিয়াল প্ল্যাটফর্মে একটি ভিডিও ফাঁস হয়েছে। যেখানে Legion Y90 স্মার্টফোনের ডিজাইন এবং সম্ভাব্য স্পেসিফিকেশন্স এর দেখা মিলেছে। 

Lenovo Legion Y90 ডিজাইন কেমন হতে পারে?

স্মার্টফোনের মধ্যে রয়েছে পাতলা Bezel। একই সঙ্গে ডিসপ্লের প্রান্তগুলি বৃত্তাকার আকারে দেখতে পাওয়া গেছে। এছাড়াও পাবেন ফ্ল্যাট ডিসপ্লে। তারই সাথে পিছনের ঠিক মধ্যে অংশে থাকছে ফ্ল্যাশ সহ ডুয়াল-ক্যামেরা সেটআপ। 

জেনেনিন : মাত্র 1,399 টাকায় লঞ্চ হয়ে গেল Truke Air Buds Lite এবং Truke BTG 3 TWS, দেখেনিন স্পেসিফিকেশন্স এবং দাম বিস্তারিত ভাবে

Legion Y90 সম্ভাব্য স্পেসিফিকেশন্স কেমন হতে চলেছে?

স্মার্টফোনের মধ্যে ইনক্লুড থাকছে 6.92-Inch E3 AMOLED Display। এছাড়াও পাওয়া যাবে 720Hz Touch Sampling Rate এবং 144Hz Refresh Rate। ডিভাইসটি HDR সমর্থন যোগ্য। সূত্র মারফত জানা গেছে স্মার্টফোনটি Android ZUI নির্ভর করে পরিচালিত হবে। প্রসেসর হিসাবে থাকতে পারে Qualcomm Snapdragon 8 Gen 1 Chipset। 

এছাড়াও ডুয়াল ক্যামেরার পাশাপাশি সেলফি ক্যামেরা সুবিধা তো পাবেনই। যদিও বর্তমানে সঠিক ক্যামেরা ফিচারস অজানা রয়েছে। স্মার্টফোনের বিশেষ আকর্ষণ হল ভালো গেমিং পারফরম্যান্সের জন্য এর মধ্যে ডুয়াল-ইঞ্জিন কুলিং সিস্টেম ইনক্লুড রয়েছে। 

দাম কত হতে পারে?

স্মার্টফোনটির দাম কত হতে পারে তা সংস্থার তরফ থেকে এখনো অবধি জানানো হয়নি। একই সঙ্গে লঞ্চ ডেটও প্রকাশ পায়নি। তবে মনে করা হচ্ছে Lenovo Y700 ট্যাবলেটের সাথেই লঞ্চ হতে পারে এই স্মার্টফোন। 

নতুন এই স্মার্টফোন সম্বন্ধে আপনার মতামত কী? অবশ্যই জানাতে ভুলবেন না। এইরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!