Lava Z2 লাইনআপে নতুন স্মার্টফোন লঞ্চ করে দেওয়া হল, নাম Lava Z2s, 5000mAh ব্যাটারি থেকে শুরু করে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সমস্ত কিছুই রয়েছে এই স্মার্টফোনটির মধ্যে

LAVA Z2s ShresthoTech

প্রথমেই আমরা জেনে নেব এই স্মার্টফোনটির স্পেসিফিকেশন্স এর ব্যাপারে। Lava Z2s স্মার্টফোনের মধ্যে রয়েছে 6.5 ইঞ্চ এইচডি প্লাস ডিসপ্লে। রয়েছে Gorilla Glass 3 এর প্রোটেকশন। ক্যামেরার কথা বলতে গেলে এর মধ্যে রয়েছে সিঙ্গেল ক্যামেরা। যেটা 8 মেগাপিক্সেল এর। রয়েছে LED ফ্ল্যাশ তার সাথে সেলফি ক্যামেরা জন্য রয়েছে আরও একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা।

রয়েছে মিডিয়াটেক এর Helio প্রসেসর। সঠিক কোন প্রসেসর ব্যবহার হয়েছে তা বলা হয়নি। আছে 2 GB RAM এবং 32 GB ইন্টারনাল স্টোরেজ। যেটাকে 512GB পর্যন্ত বাড়িয়ে ফেলতে পারবেন আপনি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে। 

আউট অব দ্য বক্স পাওয়া যাবে Android 11 (Go Edition)। ব্যাটারির কথা বলতে গেলে এর মধ্যে রয়েছে 5000mAh এর ব্যাটারি। কোনো ফাস্ট চার্জিং সাপোর্ট নেই এই স্মার্টফোনটির মধ্যে। 

জেনেনিন : YONO SBI ব্যবহার করেন? এখুনি জেনে নিন এই নতুন নির্দেশিকা, খুব সুবিধা হবে সবারই

এবার জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটির দামের ব্যাপারে। স্মার্টফোনের দাম রাখা হয়েছে 7,099 টাকা। স্মার্টফোনটি কিনতে পাওয়া যাবে আমাজন, ফ্লিপকার্ট এবং অন্যান্য অফলাইন স্টোর থেকে। Stripped Blue শুধুমাত্র এই একটি কালারেই এই স্মার্টফোনটি অ্যাভেলেবল থাকছে। বর্তমানে স্মার্টফোনের দাম 7,999 টাকা থাকলেও ইন্ট্রোডাক্টারি অফার হিসাবে 7,099 টাকাতে স্মার্টফোনটি আপনি পেয়ে যাবেন কিছু সময়ের জন্য। 

কেমন লাগলো স্মার্টফোনটির স্পেসিফিকেশনস আপনার? অবশ্যই জানাতে ভুলবেন না। সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, আর শ্রেষ্ঠ থাকুন।