ট্রুলি ওয়ারলেস ইয়ারবাডসের জগতে আজকে পদার্পণ করে ফেলল লাভা (Lava)। আজ তারা যে প্রোডাক্ট লঞ্চ করেছে তার নাম তারা দিয়েছে Probuds! আজকের Launch Day উপলক্ষে মাত্র 1 টাকায় কিনে নিতে পারবেন এই প্রোডাক্টকে। জেনে নেওয়া যাক এই সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত ভাবে। তার সাথেই আমরা জেনে নেব এর অফার, সেল ডেট সহ সমস্ত কিছু খুঁটিনাটি।
Lava Probuds স্পেসিফিকেশন্স
Lava Probuds এর মধ্যে রয়েছে হাফ ইন ইয়ার ডিজাইন। এর স্টেমের মধ্যে পাওয়া যাচ্ছে মাইক এবং অন্যান্য সেন্সরগুলো। ইয়ারবাডসের মধ্যে রয়েছে 11.6mm ড্রাইভারস। লাভা বলছে এর মধ্যে রয়েছে Deep Bass যা ভয়েস কলের ক্ষেত্রে কোন রকম সমস্যা আসতে দেবে না।
এর মধ্যে আছে Wake and Pair টেকনোলজি। যা খুব সহজেই স্মার্টফোনের সাথে এই ইয়ার বাডস গুলিকে কানেক্ট করতে সাহায্য করবে। শুধুমাত্র এর কেস (Case) খোলার অপেক্ষা। তাহলেই সঙ্গে সঙ্গে পেয়ার হয়ে যাবে এই ইয়ারবাডস গুলি। বাডসের মধ্যে খুব সহজেই মিউজিক কন্ট্রোলের ব্যবস্থাও থাকবে। আর এরমধ্যে ব্যবহার করা হয়েছে MediaTek এর Airoha চিপসেট। এর মধ্যেই থাকছে ব্লুটুথ 5.0 এর সাপোর্ট।
আর খুব সহজেই ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতে পারবেন ডানদিকের ইয়ারবাডসে ডাবল ট্যাপ করে। ওজন সম্পর্কে যদি আপনার মনে প্রশ্ন জাগে তাহলে জানিয়ে রাখি এগুলোর ওজন মাত্র 77 গ্রাম।
ব্যাটারির সম্পর্কে বলতে গেলে প্রত্যেকটি ইয়ারবাডসের মধ্যে রয়েছে 55mAh এর ব্যাটারি। কেসের মধ্যে আপনি পাবেন 500mAh এর ব্যাটারি। কেস সমেত একবার ফুল চার্জ দিয়ে 25 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। যেটাও নিঃস্বন্দেহে খুবই ভালো একটি ক্লেইম।
Lava Probuds-এর দাম ও সেল
আজকের লঞ্চ উপলক্ষে স্পেশাল ইন্ট্রোডাক্টরি অফার দেওয়া রয়েছে। যেখানে মাত্র 1 টাকায় এই ইয়ারপডস আপনি কিনে নিতে পারবেন। পরবর্তীকালে এর দাম হবে 2,199 টাকা। সমস্ত ই-কমার্স প্লাটফর্ম থেকেই এটিকে কেনা যাবে।