KTM নিয়ে আসছে E-DUKE ইলেক্ট্রিক বাইক, থাকবে চমকে দেওয়ার স্পেসিফিকেশন্স

দিনের পর দিন আমরা ইলেকট্রিক ভেহিকেলের জগতে ঢুকে পড়ছি ক্রমশ। এবার এই ইলেকট্রিক ভেহিকেল সম্পর্কে একটু খবর নিয়ে এলো KTM এর পেরেন্ট কোম্পানি Pierer Mobility। অতি সম্প্রতি তারা ঘোষণা করেছে যে তারাও দারুন ডিজাইনের এবং ফিচার্সের সাথে নিয়ে আসতে চলেছে কেটিএম এর এক নতুন ইলেকট্রিক বাইক। চলুন দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত কী জানতে পারছি আমরা সেই ইলেকট্রিক বাইক সম্পর্কে।  

KTM খুব শীঘ্রই নিয়ে আসছে তাদের ইলেকট্রিক বাইক 

জানা যাচ্ছে KTM DUKE 125-এর মতই পাওয়ারফুল হতে চলেছে এই E-DUKE নামের ইলেকট্রিক বাইক। যার মধ্যে থাকবে ICE পাওয়ার্ড পাওয়ার্ট্রেন। সমস্ত কিছু দেখে এটা নিশ্চিতভাবেই বলা যায় এই কেটিএম এর নতুন E-DUKE নামের ইলেকট্রিক বাইক Hasqvarna E-Pilen-এর সমগোত্রীয় হতে চলেছে। প্রায় একইরকম হবে এই E-DUKE-এর পাওয়ার এবং স্পেসিফিকেশন্স।

জেনেনিন : দূর্দান্ত বেনিফিট সহ BSNL লঞ্চ করে দিল 197 টাকার নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান, এখনই দেখেনিন খুঁটিনাটি

কেমন হতে চলেছে E-DUKE-এর স্পেসিফিকেশন্স? 

জানা যাচ্ছে এই E-DUKE-এর মধ্যে থাকবে 5.5 কিলোওয়াট এর ব্যাটারি প্যাক। যা একবার ফোন চার্জে 100 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে অফিশিয়ালি কোন রকম তথ্য পাওয়া যায়নি।  

KTM এর E-DUKE বাজারে এলে তা সকলের মধ্যেই এক হইচই ফেলে দেবে সে আর বলে দিতে হয় না। তবে KTM ইলেকট্রিক বাইকের জগতে পদার্পণ করে পরবর্তীকালে আরো যে তারা ইলেকট্রিক বাইক নিয়ে আসবে এমনটা মনে করা অসম্ভব কিছু নয়। এখন অপেক্ষা এই ইলেক্ট্রিক বাইকের লঞ্চের।

এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!