মাত্র দুই সপ্তাহে ব্যান করা হয়েছে 1 লক্ষ 70 হাজার BGMI একাউন্ট, কড়া পদক্ষেপ নিচ্ছে Krafton

ক্রাফটন (Krafton) কে আগেও আমরা দেখেছি তাদের গেম ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (Battlegrounds Mobile India)-কে হ্যাকার মুক্ত রাখতে অনেক পদক্ষেপ নিতে। এবার অতি সম্প্রতি এক রিপোর্টের মাধ্যমে তারা প্রকাশ করেছে এক অবাক করা তথ্য। জানা যাচ্ছে মাত্র দুই সপ্তাহে তারা ব্যান করেছে 1 লক্ষ 70 হাজার BGMI একাউন্ট কে! 

মাত্র দুই সপ্তাহে ব্যান করা হয়েছে 1 লক্ষ 70 হাজার BGMI একাউন্ট

এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে Krafton তাদের এক অফিশিয়াল ব্লগ পোস্টের মাধ্যমে। যেখানে তারা জানিয়েছে জানুয়ারির 24 তারিখ থেকে ফেব্রুয়ারি 6 তারিখ, এর মধ্যে তারা ব্যান করেছে 1 লক্ষ 71 হাজার 188 টি BGMI একাউন্ট কে। শুধু মাত্র এখানেই তারা থেমে থাকেনি। এতগুলো অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে মাত্র দুই সপ্তাহেই। এটা ঘোষণা করার সাথে সাথেই তারা সেই সমস্ত একাউন্ট গুলোর লিস্টও প্রকাশ করে দিয়েছে। যেখানে সেই সমস্ত হ্যাকারদের একাউন্টের ইউজারনেম গুলোকেও পাবলিশ করে দেওয়া হয়েছে। 

জেনেনিন : ঘুটঘুটে অন্ধকার সুইমিংপুলে চাঁদে নামার প্রস্তুতি নিচ্ছেন NASA-র মহাকাশচারীরা, এই ছবি হতবাক করে দেবে

এর আগেও আমরা দেখেছিলাম জানুয়ারি 10 তারিখ থেকে 16 তারিখের মধ্যে 50,000 BGMI একাউন্ট কে ব্যান করে দিয়েছিল Krafton এবং জানুয়ারি 3 তারিখ থেকে 9 তারিখের মধ্যে 70,000 একাউন্ট কে ব্যান করেছিল তারা। এইরকমই কখনো 70,000 কখনো 71,000 বা কখনো 1 লক্ষ একাউন্ট কে ব্যান করেছে ক্রাফটন। এই কাজ করা হয়েছে তাদের এই প্রিয় গেমকে হ্যাকারদের হাত থেকে মুক্ত রাখতে। 

প্রসঙ্গত উল্লেখ্য, ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার মধ্যে চিটার দের বা হ্যাকারদের দৌরাত্ম্য প্রচণ্ড রকম ভাবে বেড়ে গিয়েছিল। আর যার জন্য অনেক সমস্যায় পড়তে হচ্ছিল গেমারদের। এই নিয়ে কমপ্লেন করা হচ্ছিল ক্রাফটনের কাছে। সেইজন্য মাঝে তারা ঘোষণা করেছিল এবার থেকে চিটার দের অ্যাকাউন্ট কেই নয়, তার সাথে তাদের ডিভাইসকেও ব্যান করার বিষয়ে চিন্তা ভাবনা করছে তারা।

আর তারপর থেকেই একের পর এক কড়া পদক্ষেপ নিয়ে চলেছে হ্যাকারদের বিরুদ্ধে ক্রাফটন। আর জানানো হচ্ছে এই পদক্ষেপ চলতেই থাকবে। যতক্ষণ না BGMI কে তারা এক হ্যাকার মুক্ত পরিবেশ উপহার দিতে পারছে। আপনিও কি BGMI খেলেন? হ্যাকারদের সম্মুখীন আপনাকেও কি কখনো হতে হয়েছে এই গেমে? জানাতে ভুলবেন না। 

এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!