সাবধান! WhatsApp-এ এই ধরণের স্ক্যাম করে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা, এখুনি জেনে সচেতন হয়ে যান, জানাচ্ছে Kaspersky

দৈনন্দিন জীবনে প্রতিনিয়তই আমরা এখন হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহার করে চলেছি। বর্তমান পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপই এখন আমাদের যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। খুব সহজে ভিডিও কল বা ভয়েস কল করে নেওয়া যায় এই মেসেজিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে। যার জন্য এই জনপ্রিয়তা আরও বেড়েই চলেছে। কিন্তু এরই মধ্যে আবার বেড়ে চলেছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্যামিং এর প্রবণতাও। সদ্য সদ্য এই বিষয়ে সচেতন করেছে Kaspersky নামক বিশ্ববিখ্যাত সাইবার সিকিউরিটি সংস্থা। অবশ্যই এই বিষয়ে সচেতন হয়ে যান।

বেড়ে চলেছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্যামিং এর প্রবণতা

অতিসম্প্রতি রাশিয়ার বিখ্যাত সাইবার সিকিউরিটি সংস্থা ক্যাসপারস্কি এই বিষয়ে ওয়াকিবহাল করে দিয়েছে সকল ইউজারদের। তারা জানিয়েছে বর্তমানে অধিক হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ নিয়ে কিভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্যামিংয়ের পরিমাণ বেড়ে চলেছে। এই বিষয়ে বলতে গিয়ে তাঁরা এক বিশেষ ধরনের স্ক্যাম কে সবার সামনে নিয়ে এসেছেন। যার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা জালিয়াতি করে চলেছে স্ক্যামাররা। 

কিভাবে করা হচ্ছে এই স্ক্যাম ?

প্রথমেই সাইবার ক্রিমিনালরা হোয়াটসঅ্যাপ ইউজারদের মেসেজ পাঠাচ্ছেন। যেখানে তারা কোনো এক ডেলিভারি কোম্পানি থেকে মেসেজ করছেন এমনটাই ক্লেম করা হচ্ছে। তারপর বলা হচ্ছে যে সেই হোয়াটসঅ্যাপ ইউজারের নামে কোন এক গুরুত্বপূর্ণ প্যাকেজ এসেছে। সেই প্যাকেজটা গ্রহণ করার জন্য সামান্য কিছু পেমেন্ট করতে অনুরোধ করা হচ্ছে সেই হোয়াটসঅ্যাপ ইউজারকে। এই মেসেজের সাথেই একটা লিংক পাঠিয়ে দেওয়া হচ্ছে ইউজারকে। 

জেনেনিন : অচেনা WhatsApp Group-এ জয়েন হওয়া থেকে কিভাবে বাঁচবেন? এখুনি জেনেনিন

এই গুরুত্বপূর্ণ প্যাকেজ পাওয়ার তীব্র ইচ্ছায় যখন হোয়াটসঅ্যাপ ইউজার সেই লিংকে ক্লিক করেছেন তখনই নানান ধরণের ম্যালওয়্যার (Malware) প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে তার ডিভাইসে। আবার কোনো কোনো সময় যে ওয়েবসাইট খুলছে সেখানেও চেয়ে নেওয়া হচ্ছে সেনসেটিভ ইনফর্মেশন।সচেতন না হয়ে সেখানে সেই তথ্য দিয়ে দিলেই নিমেষের মধ্যে ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাংক একাউন্ট। Kaspersky জানাচ্ছে বিশেষ করে অসচেতন এবং সিনিয়র সিটিজেনদের এই স্ক্যামে টার্গেট করা হচ্ছে। সাবধান! মোবাইলে ব্যাংকিং সম্পর্কিত কাজ করলে অবশ্যই জেনেনিন, আপনার কষ্টার্জিত টাকা বাঁচান

তাই আপনি যদি হোয়াটসঅ্যাপ ইউজার হয়ে থাকেন এই ধরনের স্ক্যাম থেকে সচেতন থাকুন। WhatsApp এর মধ্যেই কিছু সিকিউরিটি ফিচার রয়েছে সেগুলিকে ব্যবহার করুন। অজানা ও সন্দেহজনক লিংকে ক্লিক করবেন না। আর কোনো মতেই কারোর সাথে আপনার কার্ড ডিটেলস, OTP, CVV, Password ইত্যাদি সেনসেটিভ ইনফরমেশন শেয়ার করবেন না। দয়া করে শেয়ার করে আপনার প্রিয়জনদের সচেতন করে তুলুন।