Karbonn লঞ্চ করে দিল এন্ট্রিলেভেলের Karbonn X21 স্মার্টফোন, দেখেনিন এর স্পেসিফিকেশন্স ও দাম

karbonn launched x21 entry level smartphone specifications price offer

ভারতের বাজারে কার্বন (Karbonn) আজকে লঞ্চ করে দিল একটি এন্ট্রি লেভেলের স্মার্টফোনের (Entry Level Smartphone)। যার নাম Karbonn X21! যারা এন্ট্রি লেভেলের স্মার্টফোন কেনার কথা ভাবছেন খুব অল্প দামে এই স্মার্টফোনটি পেয়ে যাবেন। জেনেনিন এই স্মার্টফোনের সমস্ত স্পেসিফিকেশনস ও দাম-

Karbonn X21 এর স্পেসিফিকেশন্স

Karbonn X21 স্মার্টফোনের মধ্যে পেয়ে যাবেন 5.45 ইঞ্চি LCD HD+ ডিসপ্লে। 2GB RAM ও 32GB ইন্টারনাল স্টোরেজের সাথে এই স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। সাথে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 128 জিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। 

দুটি কালার ভেরিয়েন্ট সহ এই স্মার্টফোন পাওয়া যাচ্ছে। সেগুলি হল মিডনাইট ব্লু (Midnight Blue) এবং একোয়া গ্রীন (Aqua Green)। ক্যামেরা কথা বলতে গেলে এই স্মার্টফোনে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেল ক্যামেরা সেনসর। তার সাথে LED ফ্ল্যাশ। আর সেলফি ক্যামেরা হিসাবে থাকছে 5 মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা।

জেনেনিন : রিয়েলমির এক স্মার্টফোনেরই রি-ব্র্যান্ডেড ভার্সন হতে চলেছে OnePlus Nord 2, উঠে আসছে এমনই তথ্য

এবার আসি ব্যাটারির ব্যাপারে। 3,000 mAh এর ব্যাটারি রয়েছে এই স্মার্টফোনটিকে। আর এই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য থাকছে ইউএসবি চার্জিং পোর্ট (USB Charging Port)। এটি একটি Android 10 Go এডিশন যুক্ত স্মার্টফোন। ব্যবহার করা হয়েছে Unisoc SC9863 প্রসেসর।

কার্বনের এই স্মার্টফোনটির দাম রাখা হয়েছে 4,999 টাকা। বিক্রি হচ্ছে শুধুমাত্র ফ্লিপকার্ট এর মাধ্যমেই। ফ্লিপকার্টে এই স্মার্টফোনের জন্য বেশ কয়েকটি অফার চলছে। তারমধ্যে আপনার যদি অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড (Axis Bank Credit Card) থাকে তাহলে আপনি 5% আনলিমিটেড ক্যাশ ব্যাক পেয়ে যাবেন। এছাড়াও Karbonn X21 স্মার্টফোনটিকে এক্সচেঞ্জ অফারেও কিনতে পারবেন। 4,450 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ রেট পেয়ে যাবেন।