আগামী সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে সস্তার স্মার্টফোন JioPhone Next এর প্রি-বুকিং। এমনটাই জানা গেছে 91মোবাইলস এর তরফ থেকে। একই সাথে জানা গেছে সেল ডেট। স্মার্টফোনটি আগামী 10 ই সেপ্টেম্বর থেকে ভারতের বাজারে বিক্রি হবে বলেই জানা যাচ্ছে।
JioPhone Next স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?
এই স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 5.5-Inch বিশিষ্ট HD+ Display। একই সাথে স্ক্রিনের উপরে এবং নীচে রয়েছে মোটা বেজেল। এছাড়াও স্মার্টফোনের মধ্যে আমরা পেতে চলেছি Qualcomm 215 Chipset। জানা গেছে স্মার্টফোনটির মধ্যে রয়েছে 2GB বা 3GB RAM এবং 32GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। এরই পাশাপাশি স্মার্টফোনটি Android 11 (Go Edition) দ্বারা পরিচালিত হবে।
সূত্র মারফত জানা গেছে ক্যামেরা হিসাবে স্মার্টফোনের মধ্যে উপস্থিত রয়েছে 13MP Primary Sensor এবং 8MP Selfi Camera। এখানেই শেষ নয় আরও পাবেন 2,500mAh অসাধারণ ব্যাটারি। একই সাথে স্মার্টফোনের মধ্যে ইনক্লুড রয়েছে 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS, এবং 3.5mm Audio Jack। এছাড়াও অতিরিক্ত পাবেন Voice Assistant, Language Translation, Smart Camera AR Filters প্রভৃতি সুবিধা।
JioPhone Next-এর সম্ভাব্য দাম কত?
ভারতে JioPhone Next এর মূল্য সংস্থার পক্ষ থেকে এখনো অবধি নিশ্চিত ভাবে জানানো হয়নি। তবে এর সম্ভাব্য দাম হতে চলেছে 3,499 টাকা। একই সাথে শোনা যাচ্ছে যে কোম্পানি JioPhone Next এর সাথে একটি বান্ডেল প্ল্যান চালু করতে পারে।
নতুন এই স্মার্টফোন নিয়ে আমরা সকলেই খুব এক্সাইটেড। এটিই সংস্থার প্রথম ফোন যেটি গুগলের সাথে একত্রিত হয়ে নির্মিত হয়েছে। কিছুদিনের মধ্যেই আমরা এই স্মার্টফোনের আরও খুঁটিনাটি বিবরণ বিশদে জানতে পারবো। কী ভাবছেন আপনি JioPhone Next সম্বন্ধে? তা আমাদের জানাতে ভুলবেন না। আগের জিও ফোনের মতোই এটিও কি সফল হবে? অবশ্যই জানাতে ভুলবেন না।