রিলায়েন্স জিও (Reliance Jio) তাদের AGM-এই ঘোষণা করে দিয়েছিল জিও ফোন নেক্সট (JioPhone Next) সম্পর্কে। গুগলের (Google) সাথে পার্টনারশিপে এই বাজেট 4G স্মার্টফোন তৈরি করছে তারা। আজই ছিল সেই বহুপ্রতীক্ষিত স্মার্টফোনটির লঞ্চ ডেট। এবার এই লঞ্চ ডেট কেই পিছিয়ে দিল তারা। এমনটাই ঘোষণা করেছে গুগল এবং রিলায়েন্স জিও।
পিছিয়ে গেল JioPhone Next-এর Launch Date
এই বিষয়ে বিস্তারিত জানিয়ে প্রেস রিলিজ করেছে রিলায়েন্স জিও এবং গুগোল। সেখানে জানানো হয়েছে আরো বেশ কিছু দিন পিছিয়ে দেওয়া হল জিও ফোন নেক্সট এর রিলিজ কে। তবে এটাও তারা শেয়ার করতে ভোলেননি যে দিওয়ালির আগেই এই স্মার্টফোনকে লঞ্চ করে দেওয়া হবে। প্রসঙ্গত উল্লেখ্য, জিও ফোন লঞ্চ এর মূল উদ্দেশ্যই ছিল দেশবাসীদের হাতে আরও সস্তায় 4G স্মার্টফোন তুলে দেওয়া।
আর এই লঞ্চ ডেট পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে রিলায়েন্স জিও একটাই কারণ দেখিয়েছে। তা হচ্ছে বিশ্ব জুড়ে সেমিকন্ডাকটরের শর্টেজ। আপাতত এই জিও ফোন নেক্সট এর লঞ্চ ডেট পিছিয়ে গেলেও ভারতের মতো দেশে এই স্মার্টফোন নিয়ে যে এক্সাইটমেন্ট বজায় থাকবে তা নিঃসন্দেহে বলা যায়।
JioPhone Next-এর এক্সপেক্টেড স্পেসিফিকেশন
JioPhone Next-এর এক্সপেক্টেড স্পেসিফিকেশন্স নিয়ে আমরা বেশ কিছুদিন ধরেই শুনে আসছি। মনে করা হচ্ছে এর মধ্যে থাকবে 5.5 ইঞ্চি HD ডিসপ্লে। থাকবে 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। থাকতে পারে 2500mAh-এর ব্যাটারি।
জেনেনিন : Gmail Application-এর মধ্যে আসতে চলেছে Voice Calling ফিচার, জেনেনিন বিস্তারিত
আমরা পাব 2 GB এবং 32 GB RAM ভেরিয়েন্ট এর সাথে। তার সাথে 16GB এবং 32GB ইন্টারনাল স্টোরেজ অপশন পাওয়া যাবে। শুধু মাত্র এখানেই শেষ নয়। গুগলের সাথে পার্টনারশিপে এই 4G স্মার্টফোনটি রিলায়েন্স জিও তৈরি করছে বলে একগুচ্ছ গুগলের সুবিধা পাওয়া যাবে এর মধ্যে। তার মধ্যে যেমন গুগল এসিস্টেন্ট রয়েছে, তেমনই ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, অগমেন্টেড রিয়েলিটি যুক্ত ফিল্টার্স, রিড আউট লাউট এই সমস্ত ফিচারগুলো পেয়ে যাব আমরা।
সমস্ত কিছু মিলিয়ে যেগুলো সুবিধা প্রদান করবে দেশের অনেক জনসাধারণকেই। এবার এই স্মার্টফোন সম্পর্কে আপনার কি মতামত? আমাদের জানাতে ভুলবেন না। সস্তায় এই 4G স্মার্টফোন আপনি কি ব্যবহার করতে চাইবেন? বর্তমান পরিস্থিতিতে এই ফোরজি স্মার্টফোন সত্যিই কি দেশের মানুষকে সুবিধা প্রদান করবে? সময় দেবে তার উত্তর।