অবিশ্বাস্য রকমের কম দামে আসতে চলেছে JioPhone Next, লিক হয়ে গেল স্পেসিফিকেশন্স ও দাম, এখুনি জেনেনিন

interesting-feature-you-will-get-on-jio-phone-next
Jio Phone 5G Coming Soon (In Image Jio PhoneNext)

Jio একের পর এক চমক আমাদের দিয়ে চলেছে। সম্প্রতি ভারতে লঞ্চ হতে চলেছে JioPhone Next। ইতিমধ্যেই Tipster Yogesh Brar টুইটের মাধ্যমে সমস্ত স্পেসিফিকেশন এবং দাম প্রকাশ করেছেন। চলুন স্মার্টফোনটির স্পেসিফিকেশন সম্বন্ধে জেনে নেওয়া যাক। 

JioPhone Next স্পেসিফিকেশনস

এই স্মার্টফোনের মধ্যে আমরা পেতে চলেছি 5.5-Inch বিশিষ্ট HD+ Display। জানা গেছে স্মার্টফোনের মধ্যে ইনক্লুড রয়েছে Qualcomm 215 Chipset। এরই পাশাপাশি স্মার্টফোনটি সম্ভাব্য আমরা দুটি ভেরিয়েন্ট পেতে চলেছি। যার প্রথমটি আপনি পেয়ে যাবেন 2GB+16GB ইন্টারনাল স্টোরেজ এবং দ্বিতীয়টি 3GB RAM+32GB ইন্টারনাল স্টোরেজের সাথে। 

এই স্মার্টফোনটি Android 11 (Go Edition) দ্বারা পরিচালিত হবে বলে জানা গেছে। ক্যামেরা হিসাবে স্মার্টফোনের মধ্যে উপস্থিত রয়েছে 13MP Rear Sensor এবং 8MP Front Camera। একই সাথে স্মার্টফোনের মধ্যে রয়েছে 2,500mAh ব্যাটারি। এখানেই শেষ নয় আরও পাবেন Voice Assistant, Language Translation, Smart Camera AR Filters প্রভৃতি সুবিধা।

জেনেনিন : 10,000 টাকার নীচেই লঞ্চ হয়ে গেল Intel A48 স্মার্টফোন, জেনেনিন এর স্পেসিফিকেশন্স ও দাম

দাম কত রাখা হয়েছে?

ভারতে Jio Phone Next মূল্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে টিপস্টার Yogesh Brar টুইটের মাধ্যমে জানিয়েছেন এর এক্সপেক্টেড দাম হতে চলেছে 3,499 টাকা। সঠিক দাম আমরা লঞ্চের পরেই জানতে পারবো। 

লঞ্চ Date কবে?

এই নতুন Jio Phone নিয়ে আমরা সকলেই খুব এক্সাইটেড। সূত্র মারফত জানা গেছে এই স্মার্টফোনটি সেপ্টেম্বর মাসেই লঞ্চ হবে। আগামী 10 ই সেপ্টেম্বর এর লঞ্চ ডেট নির্ধারণ করা হয়েছে। এখন দেখার বিষয় নতুন এই জিও ফোন ভারতের গ্রাহকদের কতটা চাহিদা মেটাতে পারে। এই Jio Phone Next সম্বন্ধে আপনার মতামত কি? তা আমাদের জানাতে ভুলবেন না।