এর আগে আমরা জানিয়েছিলাম একটি নতুন প্ল্যান নিয়ে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে জিও। সেটা ছিল এই ডিজনি+ হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশনের প্ল্যানটি।
এটা নিয়ে অনেকদিন ধরেই পরিকল্পনা চালিয়ে যাচ্ছে রিলায়েন্স জিও । অবশেষে প্রকাশিত হয়েছে এই প্ল্যানের ডিটেলস । এই প্ল্যান এর সাহায্যে আপনি পেয়ে যাবেন এক বছরের জন্য ডিজনি+ হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশন ।
এই প্ল্যানটি একটি এক্সক্লুসিভ লিমিটেড পিরিয়ড অফার অর্থাৎ এক্সক্লুসিভ এই প্ল্যানটি লিমিটেড সময়ের। এবং এই প্ল্যানের দাম 222 টাকা।
শুধু তাই নয় ডিজনি+ হটস্টার ভিআইপি সাবস্ক্রিপশনের সাথে এর মধ্যে আপনি পেয়ে যাবেন 15 জিবি এক্সট্রা ডেটা । যার ভ্যালিডিটি হবে আপনার এক্সিস্টিং প্লান এর ভ্যালিডিটি।
ইতিমধ্যে মাইজিও অ্যাপ এ গিয়েও আপনি এই প্ল্যান সম্পর্কে বিশদে জানতে পারবেন ।
কিভাবে এই প্ল্যানটি আপনি পাবেন ?
এই প্ল্যান টি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে 222 টাকা দিয়ে রিচার্জ করতে হবে ।
আরও জানুন : স্মার্ট মাউস লঞ্চ করে দিল শাওমি, রয়েছে ইন্টারেস্টিং সব ফিচার ।
তারপর ডিসনি+ হটস্টার অ্যাপ্লিকেশন টিকে ডাউনলোড করে নিতে হবে ।
আপনার এলিজেবল জিও নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে । সেইটার সাহায্যে লগইন করতে হবে । তাহলেই আপনাকে আপনার অফারে আসাইন করে দেওয়া হবে।
Only for limited users.